Ajker Patrika

মোংলা সিবিএর সভাপতি নাসির, সম্পাদক পল্টু

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৩: ৪৬
মোংলা সিবিএর সভাপতি নাসির, সম্পাদক পল্টু

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচনে এবার পৃথক প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দ্বিবার্ষিক-বার্ষিক এ নির্বাচনে মো. নাসির উদ্দিন চৌধুরী সভাপতি ও কাজী খোরশেদ আলম পল্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। চারটি কেন্দ্রে সিবিএ নির্বাচনের ভোট হয়। গত রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ নির্বাচনে ১৩টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে ৮৪৩ জন ভোটারের মধ্যে ঢাকাসহ ৪টি কেন্দ্রে ৭৮৬ জন ভোট দেন। কেন্দ্রগুলো হলো, ঢাকার সেগুনবাগিচা লিয়াজোঁ অফিস, খুলনা বন্দর কর্তৃপক্ষের মিলনায়তন, বন্দরের হিরণপয়েন্ট রেস্ট হাউস ও মোংলা বন্দর স্কুল অ্যান্ড কলেজ।

নির্বাচনে নাসির-ফিরোজ প্যানেল থেকে নাসির উদ্দিন চৌধুরী ছাতা প্রতীক নিয়ে ৩৮৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন মৃধা চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬২ ভোট।

নাসির মৃধা-পল্টু প্যানেল থেকে মো. খোরশেদ আলম পল্টু গরুর গাড়ি প্রতীক নিয়ে ৩৭৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এস এম ফিরোজ দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৬ ভোট।

কার্যকারী সভাপতি মো. মুসফিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি এ কে এম ফারুকুজ্জামান, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. সরোয়ার হোসেন খোকন ও সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. ওমর ফিরোজ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. নাসির উদ্দিন পাটোয়ারী ও কার্যনির্বাহী সদস্য পদে মো. ফজলুল হক নির্বাচিত হয়েছেন।

এবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন। নির্বাচনে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মাদ মুসা, খুলনা শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. মিজানুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. মাকরুজ্জামান মুন্সী, সদস্য মাসুদ উল্লাহসহ নির্বাচন কমিটির অন্যান্য সদস্য ও বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বন্দরের নিরাপত্তারক্ষীর পাশাপাশি আনসার ও পুলিশ সদস্যরা সকাল থেকেই কেন্দ্র ও এর আশপাশ এলাকাগুলোতে টহল জোরদার করে।

সিবিএ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন বলেন, মোংলা বন্দরের সিবিএ নির্বাচন সুন্দর, অবাধ ও নিরপেক্ষভাবে হয়েছে। ভোট শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রার্থীর কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত