Ajker Patrika

নানা আয়োজনে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৪ জুন ২০২২, ১৪: ৩৬
নানা আয়োজনে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

নানা আয়োজনে ময়মনসিংহ নগরীসহ বিভিন্ন উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে টাউন হলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন প্রমুখ।

ধোবাউড়া: ধোবাউড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুলের নেতৃত্বে পৃথক শোভাযাত্রা বের করা হয়।

ফুলবাড়িয়া: উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক হারুন রশিদ, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবলু, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

ত্রিশাল: উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইকবাল হোসেন প্রমুখ।

হালুয়াঘাট: সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন হালুয়াঘাট আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য জুয়েল আরেং এবং দলীয় পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম ভূঞা।

ভালুকা: উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায়য় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম আফরোজ খান আরিফ প্রমুখ।

গৌরীপুর: উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত