Ajker Patrika

সাম্প্রদায়িকতা রুখতে ছড়া উৎসব কিশোরগঞ্জে

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৫: ৫০
সাম্প্রদায়িকতা রুখতে ছড়া উৎসব  কিশোরগঞ্জে

কিশোরগঞ্জে সাম্প্রদায়িকতা রুখতে তিন দিন ব্যাপী ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টারে এ উৎসব শুরু হয়। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে ছড়া উৎসব উদ্বোধন করেন কিশোরগঞ্জ ৪ আসনের সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক।’ বজ্র কণ্ঠে ছড়ার ডাক, সাম্প্রদায়িকতা নিপাত যাক’ এই স্লোগান নিয়ে হচ্ছে এই উৎসব। কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদ এই উৎসবের আয়োজন করে। তিন দিনের এ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শেষ হবে আগামী শনিবার।

গতকাল বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তিন দিনের নানা কর্মসূচির শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের ছড়াকার, কবি, সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়।

ভারতের শিশু সাহিত্যিক তারাশংকর চক্রবর্তী এ ছড়া উৎসবে এসেছেন। তিনি বলেন, ‘এ দেশে যখন আসি তখন ভুলে যাই সীমানা প্রাচীর ও কাঁটাতারের বিভাজন। এ ছড়া উৎসব আমাদেরও প্রাণের স্পন্দন। কিশোরগঞ্জে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়সহ অনেক গুনি মানুষ জন্ম নিয়েছেন। এই ভূমিতে দাঁড়িয়ে আমরাও গর্ব অনুভব করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত