Ajker Patrika

‘সালাউদ্দিনও তো অপরিহার্য নয়’

গোলাম সারোয়ার টিপু
আপডেট : ৩০ মে ২০২৩, ১০: ২৭
‘সালাউদ্দিনও তো অপরিহার্য নয়’

ছোটন (গোলাম রব্বানী) নিজের সন্তানের মতো করেই দলকে দেখে রাখত। গত ৮-৯ বছর যে পরিশ্রম করেছে, একটা দলকে দাঁড় করিয়েছে, সেই দল ছেড়ে যখন একে একে চলে যাচ্ছে মেয়েরা, তখন তারও মনে হয়েছে—তারও চলে যাওয়া উচিত। 

যাবেই তো, ঠিকমতো বেতন হয় না। সাফ জয়ের পর আট মাস চলে গেছে, কোনো খেলা নেই। এ সময়ে পাকিস্তানের মতো দলও ছয়-সাতটা ম্যাচ খেলে ফেলেছে। আর এখানে? ক্যাম্পে থাকো আর ডালভাত খাও। 

সাবিনা খাতুনসহ দুজন ফুটবলার ভারতের লিগে খেলার সুযোগ পেয়েছিল। তাদেরও আটকানো হয়েছে। কেন, কোন যুক্তিতে? আমরা কী বাফুফেতে গিয়ে এগুলো শুধরে দেব নাকি? 

ছোটন বোধ হয় ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছে। ও বলেছে, বাফুফেতে পা-ও রাখবে না। কিছু করার নেই। এখন যে কোচরা আছে, তারা অনেকেই আমার ছাত্র, আমি ওদের বড় ভাইয়ের মতো। ওরা আমার সঙ্গে যখন কথা বলে, মনে হয়—ওরা কাজ করছে ঠিকই, কিন্তু অসম্ভব বিরক্ত। মেয়েগুলো গত দুই মাস বেতন পায় না, এটা খুবই হতাশাজনক। তাহলে ওরা চলে গেলে কে ওদের থামাবে? আর বলবেই বা কে, তোমরা ক্যাম্প ছেড়ে যেও না। কেন বলবে? 

একটি পত্রিকায় দেখলাম, সালাউদ্দিন বলেছে, মেয়েদের ফুটবলে ছোটনের অনুপস্থিতি পূরণীয়, কিন্তু পল স্মলির অনুপস্থিতি পূরণীয় নয়। ছোটন যদি অপরিহার্য না হয় সেও তো অপরিহার্য নয়। সে কেন আছে, চলে যাচ্ছে না কেন? 

পল স্মলির জায়গা কেন পূরণ হবে না, কারণ, এখানে অর্থকড়ির ব্যাপার আছে। এটা সংবাদমাধ্যমকে বের করা উচিত। স্মলি কয়েক দিন আগে ধমক দিল, অন্য প্রস্তাব আছে। বাফুফে তাকে চার লাখ টাকা বাড়িয়ে দিল। যখন টাকার অভাবে টুর্নামেন্ট খেলতে দল পাঠানো যাচ্ছে না, তখন মাসে মাসে স্মলিকে বাড়তি চার লাখ করে টাকার দেওয়ার কোনো যৌক্তিকতা আমার মাথায় আসে না। স্মলির দায়িত্বটা কী? বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে কাজ করা। তাকে তো নারী ফুটবল উন্নয়নের জন্য রাখা হয়নি ২০ লাখ টাকা দিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরের চিকিৎসক জঙ্গি সংগঠন জইশের সদস্য, হরিয়ানায় তাঁর বাসায় মিলল ৩ টন বিস্ফোরক

রাজধানীর সাত এলাকায় ১২ ককটেল বিস্ফোরণ, তিন গাড়িতে আগুন

হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় ছাত্রলীগ নেতাকে, থানায় দিতে গিয়ে ৩ অপহরণকারী গ্রেপ্তার

ধীরে ধীরে চলছিল গাড়িটি, ট্রাফিক সিগন্যালে থামতেই বিকট বিস্ফোরণ

তুমুল হট্টগোলে পাকিস্তানের সংবিধান সংশোধন, সেনাপ্রধান আসিম মুনির আরো ক্ষমতাধর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ