Ajker Patrika

মুখ দেখে দল দেখে চলবেন না, ইসিকে ইনু

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ০৬
মুখ দেখে দল দেখে চলবেন না, ইসিকে ইনু

নবগঠিক নির্বাচন কমিশনকে (ইসি) স্বাগত জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আগামী দিনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া এই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।

গতকাল সকালে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইসির সদস্যদের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আপনারা মুখ দেখে, দল দেখে চলবেন না। সরাসরি আইন দেখে, সংবিধান দেখে আপনাদের কাজ করবেন। সেটাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।’

এ সময় বিএনপি নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ইনু বলেন, ‘আপনারা নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করছেন, আপনারা তো সংলাপে আসেননি, কোনো প্রস্তাব দেননি। আপনাদের এজেন্ডা সরকার উৎখাতের এজেন্ডা। সুতরাং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপনাদের নেই।’

তালবাড়িয়ায় পদ্মার ভাঙন প্রসঙ্গে জাসদ সভাপতি বলেন, এই ভাঙন থামানো না গেলে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি নদীতে বিলীন হয়ে যাবে। এ জন্য সরকারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

পদ্মা নদী পরিদর্শনকালে তাঁর সঙ্গে মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত