Ajker Patrika

মোস্তফার বাড়ি-জমি নেই সম্পদে এগিয়ে ডালিয়া

শিপুল ইসলাম, রংপুর
মোস্তফার বাড়ি-জমি নেই সম্পদে এগিয়ে ডালিয়া

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার নিজের নেই কোনো জমি। তাঁর প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া জমি, বাড়ি ও টাকার মালিক।

রির্টানিং কর্মকর্তা আবদুল বাতেনের কাছে দুই প্রার্থীর দেওয়া হলফনামা থেকে এসব জানা গেছে।

হলফনামা থেকে আরও জানা যায়, জাতীয় পার্টি প্রার্থী সদ্য সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নামে কোনো কৃষি, অকৃষি ও দালানবাড়ি নেই। তবে স্ত্রীর নামে চার শতক জমির ওপর একটি দালান রয়েছে। দোকানঘর, ব্যবসা, সঞ্চয়পত্রসহ অন্যান্য খাতেও তাঁর আয় নেই।

তবে বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া বাবদ বছরে ২০ লাখ ৫০ হাজার টাকা স্ত্রীর নামে আয় দেখানো হয়েছে। মোস্তফার কাছে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা, স্ত্রীর কাছে নগদ ৯০ হাজার টাকা রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোস্তফার নামে রয়েছে ১৬ লাখ ৭৭ হাজার ২৯৪ টাকা ও স্ত্রীর নামে ২ লাখ ২০ হাজার ৫০০ টাকা রয়েছে।

এ ছাড়াও মোস্তফার নিজ নামে বন্ড, ঋণপত্র, কোম্পানির শেয়ার রয়েছে ১ লাখ টাকার। ৭০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল রয়েছে। নিজ নামে ৫০ হাজার টাকার স্বর্ণালংঙ্কার, স্ত্রীর রয়েছে ১৫ ভরি স্বর্ণ, ২ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিকসামগ্রী ও ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের নিজ নামে আসবাবপত্র। এ ছাড়া জনতা ব্যাংকে ১৫ লাখ টাকার ঋণ গত ১০ নভেম্বর পরিশোধ করেছেন তিনি। সদ্য বিদায়ী মেয়র জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর মহানগরীর কলেজ রোডের বাসিন্দা। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিএসসি। তিনি পেশার স্থলে লিখেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র।

এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া রংপুর মহানগরীর জিএলরায় রোডের বাসিন্দা। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক (এলএলবি)। তিনি পেশায় একজন আইনজীবী। ডালিয়ার বাৎসরিক কৃষি খাতে ৪২ হাজার টাকা, বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া থেকে ১ লাখ ৩ হাজার ৫০০, আইন পেশা থেকে ৪ লাখ ২৫ হাজার, সঞ্চয়পত্রের মুনাফা থেকে ৯৫ হাজার ৪০ ও ব্যাংক সুদ থেকে ৯ হাজার ৫৫৭ টাকা আয় করেন।

ডালিয়ার অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে নগদ ৪৪ লাখ ২১ হাজার ৬০০ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত ৫ লাখ ৪৩ হাজার ৯২৪ টাকা, ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংঙ্কার, ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিকসামগ্রী, ১ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের আসবাব রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে ৩০ শতক কৃষি জমি, ৩ শতক এবং ৩ কাঠা অকৃষি জমি, ৩ শতক জমিসহ চারতলা আবাসিক বাড়ি রয়েছে। তাঁর নামে কোনো ঋণ ও মামলা নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত