Ajker Patrika

সুরঞ্জনের মনে সুখ নেই

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৬
সুরঞ্জনের মনে সুখ নেই

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে তৈরি হচ্ছে বাদ্যযন্ত্র হারমোনিয়াম। উপজেলার বালিগাঁও গ্রামের রমেশ বৈদ্যের ছেলে সুরঞ্জন বৈদ্য এ হারমোনিয়াম তৈরি করছেন। ৩০ বছর ধরে তিনি নিজ হাতে তৈরি করছেন এ বাদ্যযন্ত্র হারমোনিয়াম।

সুরঞ্জন বৈদ্যের তৈরি হারমোনিয়াম ঢাকার বিভিন্ন এলাকায় শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে। কিন্তু বর্তমানে করোনার প্রাদুর্ভাবে এ যন্ত্রটির ক্রেতা কম বলে জানা গেছে। প্রতিটি হারমোনিয়াম তৈরিতে ব্যয় হচ্ছে ১১ থেকে ১৫ হাজার টাকা। বাজারে বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৮ হাজার টাকায়।

জানা যায়, হারমোনিয়াম একধরনের বিদেশি বাদ্যযন্ত্র। ১৮৪২ সালে ইউরোপের প্যারিসে আলেকজান্ডার ডেবিয়ান হারমোনিয়াম আবিষ্কার করেন। এর উদ্ভব পাশ্চাত্যে হলেও কালক্রমে প্রাচ্যেও বাদ্যযন্ত্রের তালিকায় বিশেষ স্থান করে নেয়। এ বাদ্যযন্ত্রটি ‘ক্যাবিনেট অর্গান’ নামেও বেশ পরিচিত।

সুরঞ্জন বৈদ্য জানান, যন্ত্রটি দেখতে একটি বাক্সের মতো। বেলোর সাহায্যে ভেতরে বায়ু চালিয়ে যন্ত্রটি চালাতে হয়। এতে একটি রিডবোর্ড থাকে এবং ধাতব রিডগুলি বোর্ডে সপ্তকের অন্তর্গত স্বরস্থান অনুযায়ী ক্রমোচ্চ পদ্ধতিতে সাজানো থাকে। বেলোর সাহায্যে চালিত বায়ু ভেতরে গিয়ে রিডে আঘাত করে এবং তা থেকে ধ্বনি সৃষ্টি হয়। রিডগুলোর ওপরে থাকে সাদা ও কালো রঙের পর্দা। সাদা পর্দাগুলো সাধারণত শুদ্ধ স্বর এবং কালোগুলো কোমল স্বর বোঝায়। তবে স্কেল পরিবর্তনের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য নয়।

সুরঞ্জন বৈদ্য বলেন, ‘করোনায় বাজার মন্দা থাকায় আগের মতো হারমোনিয়াম বিক্রি হয় না। প্রতি মাসে ৮-১০টা হারমোনিয়াম বানানো যায়। ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শোরুমগুলোতে বিক্রি হয় আমার তৈরি এসব হারমোনিয়াম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত