Ajker Patrika

৫০ পতাকা নিয়ে ৫০ মিনিট সড়ক প্রদক্ষিণ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৭: ০৮
৫০ পতাকা নিয়ে ৫০ মিনিট সড়ক প্রদক্ষিণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে পতাকা শোভাযাত্রা করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ রেঞ্জ প্রাঙ্গণে পতাকা শোভাযাত্রার উদ্বোধন করেন আনসার-ভিডিপি ময়মনসিংহ রেঞ্জের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী।

পরে জেলা কমান্ডার ড. মোস্তারী জাহান ফেরদৌসের নেতৃত্বে রেঞ্জ কার্যালয় থেকে আনসার-ভিডিপির ৫০ জন সদস্য ৫০টি পতাকা নিয়ে ৫০ মিনিট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। জেলা কমান্ডের কার্যালয়ে গিয়ে এই শোভাযাত্রা শেষ হয়।

আনসার-ভিডিপি ময়মনসিংহ রেঞ্জের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। পেয়েছি একটি লাল সবুজ পতাকা। এর সুনাম ধরে রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

নুরে আলম সিদ্দিকী আরও বলেন, ‘তাঁর নির্দেশ মোতাবেক আমরা কাজ করে চলেছি। আমরা আশা রাখি বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগোচ্ছে, ভবিষ্যতেও বিশ্বের দরবারে রোল মডেল হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত