তাসনীম হাসান, চট্টগ্রাম
শেফালী ঘোষের গানের সঙ্গে ঠোঁট মেলায়নি এমন মানুষ চট্টগ্রামে পাওয়া যাবে কমই। আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বলে খ্যাত এই শিল্পীর গান যে ছিল বৃহত্তর চট্টগ্রাম জনপদের মানুষের জীবন থেকে নিংড়ে আনা। তাঁর কণ্ঠ তাই মানুষের আনন্দ-বেদনার সুর হয়ে উঠেছে। অথচ তাঁর পরিবারের সদস্যদের মুখ থেকে এখন আনন্দ উঠে গেছে। তাঁদের কণ্ঠে এখন শুধুই বেদনার সুর।
শেফালী ঘোষের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানিয়েছেন, নগরীর নন্দনকাননে অবস্থিত প্রখ্যাত এই শিল্পীর বাড়িটি বেদখল হয়ে গেছে। তাঁর সনদ, পদকও নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অভিযোগের তির ধর্মীয় সংগঠন ইসকনের দিকে।
শেফালী ঘোষ নেই প্রায় ১৬ বছর। কিন্তু নন্দনকাননের সেই ছোট্ট ঘরে গেলেই টের পাওয়া যেত শিল্পীর সান্নিধ্য। শেওলা পড়া, স্যাঁতসেঁতে ঘরের জীর্ণ দুয়ার খুললেই যেন এত দিন বেরিয়ে আসত একটা দিগন্ত। বাড়ির দেয়ালে ঝুলে থাকা নানান পদক, পুরস্কার, খাটে বিছানো তোষক–যেন মনে করিয়ে দিত শিল্পীকে। কিন্তু আজ সেখানে একেবারেই শূন্যতা।
শেফালী ঘোষের পরিবারের সদস্য এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত এই শিল্পীর নিজের একটা সন্তান ছিল। তবে তাঁর স্বামী আরেক গণসংগীতশিল্পী ননী গোপাল দত্তের প্রথম পক্ষে ছিলেন আরও দুজন ছেলে ও মেয়ে। সবাই ওই দুটি বাড়িতেই থাকতেন। ২০০৬ সালের ৩১ ডিসেম্বর শেফালী ঘোষ মারা যাওয়ার পর ননী গোপালের প্রথম পক্ষের বড় ছেলে ও স্ত্রী কলকাতায় চলে যান। সেখানে তখন ননী গোপাল প্রথম পক্ষের ছোট ছেলে সুশান্ত দত্ত ও শেফালী ঘোষের ছোট ছেলে সুকণ্ঠ দত্ত ছোটন থাকতেন।
তবে কিছুদিন পর সুশান্ত দত্ত যুক্তরাষ্ট্রে চলে যান। এর মধ্যেই ২০১৯ সালে সুকণ্ঠ মারা যান। স্বামীর মৃত্যুর পর সুকণ্ঠের স্ত্রী দীপা দত্ত তাঁর বাপের বাড়ি নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় চলে যান।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, গত ২১ এপ্রিল দুপুর ১২টায় ইসকন সংগঠনের নামে কিছু ব্যক্তি শেফালী ঘোষের ঘর দুটি দখল করে আসবাব, শিল্পীর রাষ্ট্রীয় সনদসহ বিভিন্ন উপঢৌকন নিয়ে যান। সেই খবর পেয়ে ৬ মে সুশান্ত দত্ত যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রামে আসেন। ১৭ মে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও করেছেন তিনি।
গতকাল শনিবার বিকেলে শেফালী ঘোষের বাড়িতে গিয়ে দেখা যায় মুখোমুখি ছোট্ট দুটি ঘরে কয়েকটি কক্ষ। বাড়ির কোথাও যেন নেই শিল্পী। তিনি যে ঘরে গানের চর্চা করতেন-ঘুমাতেন সেখানে এখন থাকছেন ইসকনের আশ্রমের ভক্তরা। অন্য বাড়ির কক্ষ ইসকনের কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসকনের সদস্য অপূর্ব মনোহর দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জায়গাটি শেফালী ঘোষের পুত্রবধূ দীপা দত্তের কাছ থেকে কিনেছি। আর তিনি আমাদের নামে কোনো মামলা করেননি। এখন যুক্তরাষ্ট্র থেকে এসে আরেকজন মামলা করেছেন। তিনি আমাদের সঙ্গে বসেছিলেন। আমরা বলেছি, যেহেতু মামলা করেছেন কোর্টেই দেখা হবে।’
এ বিষয়ে জানতে দীপা দত্তের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
সুশান্ত দত্ত এখন যুক্তরাষ্ট্র ফিরে গেছেন। গতকাল শনিবার রাতে সেখান থেকে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ইসকন দাবি করছে তারা আমার ভাইয়ের স্ত্রীর কাছ থেকে জায়গাটি কিনেছে। কিন্তু আমরা দুই ভাই বেঁচে থাকতে তিনি কীভাবে জায়গা বিক্রি করেন। আর বিক্রি করলেও তাঁর অংশ করতে পারেন, আমাদের অংশ তো থাকার কথা। আর ইসকন জায়গা কিনেছে, এমন প্রমাণও আমাকে দেখাতে পারেনি। আর শেফালী ঘোষ শিল্পী হয়েছেন এই ঘরেই। তাঁর সনদসহ বিভিন্ন সরকারি উপঢৌকন সবকিছু নিয়ে গেছে। এসব আমাদের কাছে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চাই।’
শেফালী ঘোষের বাড়ি বেদখলের বিষয়ে বিশিষ্ট নাট্যজন প্রদীপ দেওয়ানজি আজকের পত্রিকাকে বলেন, ‘আঞ্চলিক গানের রানি যে বাড়িতে থাকতেন, সেটি তো সংরক্ষণ করতে হবে। সেটি বেদখল হয় কীভাবে। যিনি লন্ডনের বিখ্যাত রয়েল আলবার্ট হলে অনুষ্ঠান করেছেন, এমন একজন শিল্পীর স্মৃতিচিহ্ন আমরা কি এত সহজেই মুছে দেব? তার ক্রেস্ট-অর্জনগুলোকে কি আমরা বাইরে ফেলে দিতে পারি। এটা ইসকন কেন, সরকার দখল করলেও আমরা প্রতিবাদ করব।’
শেফালী ঘোষের গানের সঙ্গে ঠোঁট মেলায়নি এমন মানুষ চট্টগ্রামে পাওয়া যাবে কমই। আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বলে খ্যাত এই শিল্পীর গান যে ছিল বৃহত্তর চট্টগ্রাম জনপদের মানুষের জীবন থেকে নিংড়ে আনা। তাঁর কণ্ঠ তাই মানুষের আনন্দ-বেদনার সুর হয়ে উঠেছে। অথচ তাঁর পরিবারের সদস্যদের মুখ থেকে এখন আনন্দ উঠে গেছে। তাঁদের কণ্ঠে এখন শুধুই বেদনার সুর।
শেফালী ঘোষের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানিয়েছেন, নগরীর নন্দনকাননে অবস্থিত প্রখ্যাত এই শিল্পীর বাড়িটি বেদখল হয়ে গেছে। তাঁর সনদ, পদকও নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অভিযোগের তির ধর্মীয় সংগঠন ইসকনের দিকে।
শেফালী ঘোষ নেই প্রায় ১৬ বছর। কিন্তু নন্দনকাননের সেই ছোট্ট ঘরে গেলেই টের পাওয়া যেত শিল্পীর সান্নিধ্য। শেওলা পড়া, স্যাঁতসেঁতে ঘরের জীর্ণ দুয়ার খুললেই যেন এত দিন বেরিয়ে আসত একটা দিগন্ত। বাড়ির দেয়ালে ঝুলে থাকা নানান পদক, পুরস্কার, খাটে বিছানো তোষক–যেন মনে করিয়ে দিত শিল্পীকে। কিন্তু আজ সেখানে একেবারেই শূন্যতা।
শেফালী ঘোষের পরিবারের সদস্য এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত এই শিল্পীর নিজের একটা সন্তান ছিল। তবে তাঁর স্বামী আরেক গণসংগীতশিল্পী ননী গোপাল দত্তের প্রথম পক্ষে ছিলেন আরও দুজন ছেলে ও মেয়ে। সবাই ওই দুটি বাড়িতেই থাকতেন। ২০০৬ সালের ৩১ ডিসেম্বর শেফালী ঘোষ মারা যাওয়ার পর ননী গোপালের প্রথম পক্ষের বড় ছেলে ও স্ত্রী কলকাতায় চলে যান। সেখানে তখন ননী গোপাল প্রথম পক্ষের ছোট ছেলে সুশান্ত দত্ত ও শেফালী ঘোষের ছোট ছেলে সুকণ্ঠ দত্ত ছোটন থাকতেন।
তবে কিছুদিন পর সুশান্ত দত্ত যুক্তরাষ্ট্রে চলে যান। এর মধ্যেই ২০১৯ সালে সুকণ্ঠ মারা যান। স্বামীর মৃত্যুর পর সুকণ্ঠের স্ত্রী দীপা দত্ত তাঁর বাপের বাড়ি নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় চলে যান।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, গত ২১ এপ্রিল দুপুর ১২টায় ইসকন সংগঠনের নামে কিছু ব্যক্তি শেফালী ঘোষের ঘর দুটি দখল করে আসবাব, শিল্পীর রাষ্ট্রীয় সনদসহ বিভিন্ন উপঢৌকন নিয়ে যান। সেই খবর পেয়ে ৬ মে সুশান্ত দত্ত যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রামে আসেন। ১৭ মে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও করেছেন তিনি।
গতকাল শনিবার বিকেলে শেফালী ঘোষের বাড়িতে গিয়ে দেখা যায় মুখোমুখি ছোট্ট দুটি ঘরে কয়েকটি কক্ষ। বাড়ির কোথাও যেন নেই শিল্পী। তিনি যে ঘরে গানের চর্চা করতেন-ঘুমাতেন সেখানে এখন থাকছেন ইসকনের আশ্রমের ভক্তরা। অন্য বাড়ির কক্ষ ইসকনের কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসকনের সদস্য অপূর্ব মনোহর দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জায়গাটি শেফালী ঘোষের পুত্রবধূ দীপা দত্তের কাছ থেকে কিনেছি। আর তিনি আমাদের নামে কোনো মামলা করেননি। এখন যুক্তরাষ্ট্র থেকে এসে আরেকজন মামলা করেছেন। তিনি আমাদের সঙ্গে বসেছিলেন। আমরা বলেছি, যেহেতু মামলা করেছেন কোর্টেই দেখা হবে।’
এ বিষয়ে জানতে দীপা দত্তের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
সুশান্ত দত্ত এখন যুক্তরাষ্ট্র ফিরে গেছেন। গতকাল শনিবার রাতে সেখান থেকে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ইসকন দাবি করছে তারা আমার ভাইয়ের স্ত্রীর কাছ থেকে জায়গাটি কিনেছে। কিন্তু আমরা দুই ভাই বেঁচে থাকতে তিনি কীভাবে জায়গা বিক্রি করেন। আর বিক্রি করলেও তাঁর অংশ করতে পারেন, আমাদের অংশ তো থাকার কথা। আর ইসকন জায়গা কিনেছে, এমন প্রমাণও আমাকে দেখাতে পারেনি। আর শেফালী ঘোষ শিল্পী হয়েছেন এই ঘরেই। তাঁর সনদসহ বিভিন্ন সরকারি উপঢৌকন সবকিছু নিয়ে গেছে। এসব আমাদের কাছে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চাই।’
শেফালী ঘোষের বাড়ি বেদখলের বিষয়ে বিশিষ্ট নাট্যজন প্রদীপ দেওয়ানজি আজকের পত্রিকাকে বলেন, ‘আঞ্চলিক গানের রানি যে বাড়িতে থাকতেন, সেটি তো সংরক্ষণ করতে হবে। সেটি বেদখল হয় কীভাবে। যিনি লন্ডনের বিখ্যাত রয়েল আলবার্ট হলে অনুষ্ঠান করেছেন, এমন একজন শিল্পীর স্মৃতিচিহ্ন আমরা কি এত সহজেই মুছে দেব? তার ক্রেস্ট-অর্জনগুলোকে কি আমরা বাইরে ফেলে দিতে পারি। এটা ইসকন কেন, সরকার দখল করলেও আমরা প্রতিবাদ করব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫