Ajker Patrika

দলছুট বন্য হাতির তাণ্ডব, পিষ্ট হয়ে ভিলেজার নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৮
দলছুট বন্য হাতির তাণ্ডব, পিষ্ট হয়ে ভিলেজার নিহত

দলছুট এক বন্য হাতি কক্সবাজারের চকরিয়ার লোকালয়ে এসে তাণ্ডব চালিয়েছে। বন্য হাতিকে তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ রহমত আলী ওরফে মোহাম্মদ আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ওই বন্য হাতি বেশ কিছু বাড়ি ভাঙচুর করেছে। এ ছাড়াও ফসল নষ্ট করেছে।

গতকাল সোমবার ভোরে দলছুট বন্য হাতিটি চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ও কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদে এ তাণ্ডব চালায়। মোহাম্মদ আলী ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে ভিলেজার ছিলেন।

দলছুট বন্য হাতিকে বনে ফেরাতে বঙ্গবন্ধু সাফারি পার্ক, ফাঁসিয়াখালী রেঞ্জ ও বনবিটের কর্মকর্তা-কর্মচারী এবং চকরিয়া থানা-পুলিশের পৃথক দল কাজ করছেন।

বন বিভাগ ও স্থানীয় লোকজন জানায়, ভোররাত পাঁচটার দিকে এক দলছুট বন্য হাতি বিএমচরের পাহাড়িয়াপাড়ার সবজি খেতে অবস্থান করছিল। কৃষকেরা সকালে খেতে গেলে হাতিকে দেখতে পায়। এ সময় স্থানীয় লোকজন হাতি দেখতে ভিড় করে। পরে সাফারি পার্ক, ফাঁসিয়াখালী রেঞ্জ ও বনবিটের কর্মকর্তা-কর্মচারী এবং থানা-পুলিশের সেখানে যান।

এ সময় হাতিকে বনে ফেরাতে ভিলেজার মোহাম্মদ আলী কৌশল অবলম্বন করে খড়ে আগুন লাগিয়ে ওই বন্য হাতির দিকে ছুঁড়ে মারে। এ সময় হাতিটি মোহাম্মদ আলীর দিকে তেড়ে এসে তাঁকে পায়ে পিষ্ট করে গুরুতর আহত করে। বন বিভাগ ও পুলিশ তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভেওলা-মানিকচরের বাসিন্দা ইমতিয়াজ আহমদ রাজীব বলেন, ‘ভোরে দলছুট বন্য হাতিটি এলাকায় এসে ব্যাপক তাণ্ডব বাড়িঘর ও ফসল নষ্ট করেছে। স্থানীয় লোকজন এখন খুব আতঙ্কে আছে।’

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘বন বিভাগের লোকজন ভিলেজারদের নিয়ে হাতিটিকে বনে ফেরাতে ঘটনাস্থলে যায়। এ সময় দলছুট বন্য হাতিকে ফেরাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে বন বিভাগের ভিলেজার মোহাম্মদ আলী মারা যান। তাঁকে বন বিভাগের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত