Ajker Patrika

এখনো করোনা টিকার বাইরে মাদ্রাসার ২ হাজার শিক্ষার্থী

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২: ২০
এখনো করোনা টিকার বাইরে মাদ্রাসার ২ হাজার শিক্ষার্থী

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এখনো টিকার আওতায় আসেনি বেসরকারি মাদ্রাসার ২ সহস্রাধিক শিক্ষার্থী। বেসরকারি মাদ্রাসা বা অননুমোদিত প্রতিষ্ঠানের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তবে উপজেলায় সরকার অনুমোদিত ১৫টি মাধ্যমিক স্কুল-মাদ্রাসা ও কলেজ পড়ুয়া প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীকে করোনা সুরক্ষা টিকা দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, সরকারি নির্দেশনায় উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজ পড়ুয়া ১২ থেকে ১৮ বছর বয়সী ৬ হাজার ৩৮৪ জন শিক্ষার্থীকে গত ৪ কার্য দিবসে ফাইজারের প্রথম ডোজ নিতে পেরেছে। এখনো যেসব শিক্ষার্থী টিকা নেয়নি, তাঁরা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে যোগাযোগ সাপেক্ষে নির্ধারিত তারিখে টিকা নিতে পারবেন। তবে বেসরকারি মাদ্রাসা বা অননুমোদিত প্রতিষ্ঠানের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

এদিকে মানিকছড়িতে বেসরকারিভাবে গড়ে ওঠা প্রায় ৮ থেকে ১০ কওমি মাদ্রাসায় পড়ুয়া ২ সহস্রাধিক শিক্ষার্থী এখনো টিকা পায়নি বলে জানিয়েছেন দারুচ্ছুন্নাহ হাফেজিয়া ইবতেদায়ি মাদ্রাসার সুপার নূর মোহাম্মদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীর টিকা প্রসঙ্গে কোনো নির্দেশনা পাইনি। এই উপজেলার ৮ থেকে ১০ মাদ্রাসার দুই সহস্রাধিক ছেলেমেয়ে এখনো টিকা নিতে পারেনি।’

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দুই দফায় ৪ কার্য দিবসে ১২ থেকে ১৮ বছর বয়সী ৬ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন। উপজেলা পরিষদের আইসিটি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকাদান কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সক্রিয় অংশ নিয়েছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন খীসা জানান, উপজেলা প্রশাসনের অনুমোদিত মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও কলেজ ছাড়াও কিছু কিন্ডারগার্টেনের শিক্ষার্থীসহ মোট ৬ হাজার ৩৮৪ জন টিকা পেয়েছে। এর বাইরে ১২ থেকে ১৮ বছর বয়সী কেউ বাদ থাকলে সরকারের নির্দেশনা মোতাবেক টিকা প্রদান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত