Ajker Patrika

এবার কান্দাহারে মসজিদে হামলা নিহত ৩৫

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৫: ০০
এবার কান্দাহারে মসজিদে   হামলা নিহত ৩৫

এক সপ্তাহ যেতে না যেতেই আবারও আফগানিস্তানের মসজিদে হামলা চালানো হলো। ফলে পরপর দুই জুমা মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে মসজিদ এলাকা। গতকাল দেশটির দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারের সবচেয়ে বড় শিয়া মসজিদে হামলার ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮ জন।

হামলা হওয়া মসজিদটির নাম ‘বিবি ফাতিমা’। কান্দাহার প্রদেশের একটি হাসপাতালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্ফোরণের পরপরই তালেবানের বিশেষ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় এক টুইটবার্তায় শোক জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাঈদ খোস্তী। এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। একটি বিস্ফোরণ হয়েছে মসজিদের প্রধান ফটকে। আরেকটি বিস্ফোরণ দক্ষিণাংশে এবং তৃতীয়টি অজুখানায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এটিও একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। মুর্তজা নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, চারজন আত্মঘাতী হামলাকারী মসজিদে হামলা করেছেন। দুজন মসজিদের ফটকে হামলা চালান। আর দুজন মসজিদের ভেতরে হামলা করেন। প্রায় ৫০০ মুসল্লি ওই সময় নামাজ আদায় করছিলেন। হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় শিকার করেনি।

বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, মসজিদের মেঝেতে পড়ে আছেন অনেক মুসল্লি। আহত হয়ে কাতরাচ্ছেন অনেকে। রক্তে লাল হয়ে গেছে মেঝে।

আহত ব্যক্তিদের অনেককেই নেওয়া হয়েছে হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। অন্তত ৮০ জন নিহতের আশঙ্কা করছে তারা।

এর আগের শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হন। সেই হামলার দায় শিকার করেছিল আইএসের আফগান শাখা আইএ-খোরাসান (আইএস-কে)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত