Ajker Patrika

প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬: ৩৯
প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

ফেনীর পরশুরামে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের (আনারস) প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা আনারস প্রতীকের সমর্থক প্রচারকর্মী মো. জনি (২৭) ও সিএনজিচালিত অটোরিকশাচালক মো. আজিমকে মারধর করে। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

শুক্রবার বিকেলে প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েন। প্রচারণার শুরুর দিনেই উপজেলার বক্সমাহমদু ইউপিতে এই হামলার ঘটনা ঘটল।

এ বিষয়ে বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী গতকাল শনিবার দুপুরে পরশুরাম উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুরের (নৌকা) লোকজন তাঁর প্রচার মাইক ভাঙচুর ও কর্মীদের ওপর হামলা চালায়। ভবিষ্যতে প্রচার কাজে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া না দিতে হুমকি দেয়।

জাকির হোসেনের অভিযোগ, আগেও আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল গফুর তাঁর মনোনয়ন ফরম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তা ছড়া তাঁর বাড়িতে হামলা-ভাঙচুর চালান। এ ব্যাপারে তিনি পরশুরাম থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বলেন, মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে তাঁর বাড়িতে হামলা-ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত