Ajker Patrika

সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু, উত্তেজনা

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯: ০৯
সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু, উত্তেজনা

যশোরের শার্শার গোঁগা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কেন্দ্র করে দলীয় কোন্দলে আহত আওয়ামী লীগ নেতা আলী হোসেন ১৮ দিন পর মারা গেছেন।

গতকাল শুক্রবার সকালে শার্শা থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পাঁচভুলোট গ্রামে নিজ বাড়িতে মারা যান আলী হোসেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত আওয়ামী লীগ নেতা আলী হোসেন গোঁগা ইউনিয়নের পাঁচভুলোট ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের গ্রাম কমিটির সাধারণ সম্পাদক এবং স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তবিবর রহমানের সমর্থক ছিলেন।

স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তবিবর রহমান জানান, তিনি ইউপি নির্বাচন সংক্রান্ত কাজ শেষে গত ২৩ অক্টোবর ঢাকা থেকে এলাকায় ফেরেন। তাঁর সঙ্গে দেখা করতে সমর্থকেরা গোঁগা বাজারে আসেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদের সমর্থকেরা তাঁদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান।

তবিবর রহমান আরও জানান, এতে আলী হোসেনসহ ১৭ জন গুরুতর জখম হয়।পরে ১১ জনকে আসামি করে মামলা করা হয়। আহতদের মধ্যে আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন আলী হোসেন। তাঁকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাঁর পরিবার। এমন হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।’

এদিকে নির্বাচনী সহিংসতায় আলী হোসেনের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে আওয়ামী লীগের দুই পক্ষ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তবিবরের সমর্থকদের মধ্যে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, ‘অভিযোগ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ওসি বদরুল আলম খান বলেন, তদন্ত শেষে অবিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ সে বিষয়ে সতর্ক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত