Ajker Patrika

সুষ্ঠু নির্বাচন দাবি সাত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ১৫
সুষ্ঠু নির্বাচন দাবি সাত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার দাবিতে নোয়াখালীর কবিরহাট উপজেলার সাত ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা সংবাদ সম্মেলন করেছেন। একই সঙ্গে নির্বাচন নিয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের জনসম্মুখে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদও জানান তাঁরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোষবাগ কাদেরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলাবক্স তাহের টিটু বলেন, ‘সংবাদ সম্মেলনে উপস্থিত স্বতন্ত্র প্রার্থী সবাই আওয়ামী লীগের লোক। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে জনজোয়ার বইছে। প্রশাসন একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলে আমরা আশাবাদী। আচরণবিধি ভঙ্গের অনেক ঘটনা ঘটেছে। সরকার দলীয় লোকজন স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্নভাবে হয়রানি করছে। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও তাদের নেতা–কর্মীরা বিভিন্ন এলাকায় ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। বহিরাগত সন্ত্রাসী জড়ো করছেন। এ বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার অনুরোধ করছি।’

উপজেলার ধানশালিক ইউপির স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিনের পক্ষে তাঁর প্রতিনিধি আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন বলেন, ‘প্রতিপক্ষ বিভিন্নভাবে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম সাহেব কী করে নির্বাচনী প্রচার কাজে অংশ নেন, তা আমাদের বোধগম্য না। সরকারি দলের প্রার্থীদের হুমকির মুখে স্বতন্ত্র প্রার্থীরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।’

ঘোষবাগ ইউপিতে অটোরিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তাঁর ভাই জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ‘জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কবিরহাটে এসে নৌকার প্রার্থীর পক্ষে বক্তব্য দেওয়ার সময় বলেন ঠেলি খেলতে। একজন জেলা নেতা কী করে এমন বক্তব্য দেন? যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে ব্যাপক সহিংসতা হবে। যার দায়ভার তাদের নিতে হবে।’

বাটইয়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মিরন বলেন, তাঁর নির্বাচনী এলাকা সীমান্তবর্তী হওয়ায় অধিক ঝুঁকিপূর্ণ। তিনি ২৬ ডিসেম্বর নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার দাবি জানান।

ধানসিঁড়ি ইউপির প্রার্থী কামাল উদ্দিন বাবুল বলেন, মনোনয়ন নিয়ে ব্যাপক বাণিজ্য হয়েছে সেটা সবাই জানেন। জেলা আওয়ামী লীগের আহ্বায়কের ঠেলি খেলা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

ধানসিঁড়ির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রহমত উল্লাহ বাহার বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হওয়ায় তৃতীয় লিঙ্গের লোক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাই সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলার মতো করিবহাটে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত