Ajker Patrika

জোড়া লাগানো দুই সন্তান নিয়ে ঢাকায়

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৬: ২২
জোড়া লাগানো দুই সন্তান নিয়ে ঢাকায়

জোড়া লাগানো দুই শিশুকে আলাদা করতে ভর্তি করানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন, কখন কীভাবে তাদের আলাদা করা হবে। তবে চিকিৎসক এবং শিশু দুটির বাবা-মা খুবই আশাবাদী, দ্রুতই অস্ত্রোপচারের মাধ্যমে স্বকীয় হয়ে উঠবে তারা।

ঢামেক হাসপাতালের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল বলেন, শিশু দুটির বুকের কিছু অংশ ও পেট জোড়া লাগানো। এখন তাদের পরীক্ষা করা হবে। পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে।

শিশু দুটির নাম খাদিজা ও আয়েশা। তারা রংপুরের মাহীগঞ্জ থানার বিহারি গ্রামের ভ্যানচালক খলিল মিয়া ও হালিমা বেগমের মেয়ে। দুই মাস আগে তাদের জন্ম হয়। খলিল মিয়া বলেন, ‘গত বছরের ১২ ডিসেম্বর রংপুরের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। তাদের পেট ও বুক জোড়া লাগানো। তবে প্রস্রাব-পায়খানার রাস্তা আলাদা।’

খাদিজা ও আয়েশাকে আলাদা করতে রংপুরের চিকিৎসকদের পরামর্শে ১ মার্চ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার বিকেলে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ২০৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নানি মাজেদা বেগমের কোলে ঘুমাচ্ছে শিশু দুটি।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, রংপুরের জোড়া শিশুর চিকিৎসার খরচ হাসপাতাল বহন করবে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত