Ajker Patrika

এক নামে দুটি জাতীয় পরিচয়পত্র!

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৩: ০৫
এক নামে দুটি জাতীয় পরিচয়পত্র!

পটুয়াখালীর বাউফল উপজেলায় চুন্নু ব্যাপারী নামের এক ব্যক্তির নামে দুটি জাতীয় পরিচয়পত্র ইস্যুর অভিযোগ পাওয়া গেছে। চুন্নু ব্যাপারী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠি গ্রামের মতলেব ব্যাপারী ও ছালেহা বেগমের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন কমিশনের তালিকায় চুন্নু ব্যাপারীর নামে পৃথক দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। দুটি পরিচয়পত্রের নম্বরই আলাদা। একটিতে জন্মতারিখ লেখা ১০ মে ১৯৮০ আর অপরটিতে ০১ জানুয়ারি ১৯৯২।

খোঁজ নিয়ে জানা গেছে, চুন্নু ব্যাপারী নাজিরপুর ইউনিয়নের গ্রাম পুলিশ। ২০১৯ সালে মা ইলিশ শিকারের সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। তখন জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়া পান। এ ছাড়া তাঁর বিরুদ্ধে শিক্ষা সনদপত্র জালের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে।

দুটি জাতীয় পরিচয়পত্র থাকার বিষয়ে চুন্নু ব্যাপারী বলেন, ‘আমি একটি জাতীয় পরিচয়পত্রের ব্যাপারে জানি, যা আমার কাছে রয়েছে। কী কারণে আরও একটি জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছে তা জানি না।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘যখন দুটি জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয় তখন যারা দায়িত্বে ছিলেন তারাই ভালো বলতে পারবেন। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত