Ajker Patrika

ক্রেতা টানতে চটকদার নাম

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৪: ১৯
ক্রেতা টানতে চটকদার নাম

ঈদুল ফিতরের আর মাত্র কয়েকটা দিন বাকি। জমে উঠেছে বিয়ানীবাজারের ঈদবাজার। ক্রেতা টানতে তেলেগু ছবি পুষ্পা আর কাঁচা বাদাম গান বেছে নিয়েছেন বিক্রেতারা। তাঁরা পোশাকের নাম দিয়েছেন পুষ্পা আর কাঁচা বাদাম। ক্রেতাদের আকৃষ্ট করতে পোশাকের এসব চটকদার নাম দিয়েছেন তাঁরা।

গত দুই বছর করোনার কারণে বেচাকেনা কিছুটা কম হলেও এবার ১০ রোজার পর থেকেই বিয়ানীবাজারে বাজারে ক্রেতাদের ঢল নেমেছে। দিন-রাতের অধিকাংশ সময় শহরের দোকানপাট খোলা থাকছে। বিশেষ করে ইফতারের পর বাজারে গিজগিজ করে মানুষ। এবারের ঈদে ক্রেতাদের আকর্ষণের শীর্ষে রয়েছে পুষ্পা ও কাঁচা বাদাম নামের নতুন থ্রিপিস।

লাল, নীল ও সবুজসহ চার রঙের থ্রিপিস রয়েছে পুষ্পা রাজের। অন্যদিকে কাঁচা বাদামের আছে ছয় ধরনের ড্রেস। অবশ্য বাহারি নামের এসব পোশাক কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। পোশাকের সঙ্গে মানানসই নয়, এমন দাম হাঁকছেন বিক্রেতারা।

কাপড় ব্যবসায়ী মো. আলাল উদ্দিন বলেন, এবারের ঈদে পুষ্পা ও কাঁচা বাদাম নামে থ্রিপিসের ব্যাপক চাহিদা রয়েছে। ড্রেসগুলো বেশ ভালোই বিক্রি হচ্ছে। ক্রেতারা সব সময় নতুন মডেলের, নতুন ডিজাইনের পোশাক খোঁজেন। কাঁচা বাদাম নতুন পোশাক হওয়ায় এটির বিক্রিও বেশ ভালো। এ ছাড়া অরগাঞ্জা, তুমি আমার ও গোল্ড ড্রেসসহ বেশ কয়েকটি থ্রিপিসের চাহিদা রয়েছে।

থ্রিপিসে কাঁচা বাদাম বা পুষ্পার মতো এমন অদ্ভুত নাম কেন, জানতে চাইলে ব্যবসায়ী মুকিত মোহাম্মদ বলেন, কাঁচা বাদাম থ্রিপিসের নামকরণ স্থানীয়ভাবে করা হয়নি। কাপড়ের মালিক, প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে এই নাম দেওয়া হয়েছে।

তিনি জানান, তারা কোনো নামকরণ করেননি।

দুই মেয়েকে নিয়ে কেনাকাটা করতে আসা আসমা বেগম বলেন, ‘নামেই আকর্ষণ ছড়িয়েছে পুষ্পা বা কাঁচা বাদাম। পোশাকে আলাদা কিছু নেই। বিক্রেতারা প্রতি বছরই ক্রেতাদের নজর কাড়ার জন্য এমন নাম দেন। আমি মেয়েদের পছন্দমতো ড্রেস কিনেছি।’

আরেক ক্রেতা শাহিনা আকতার বলেন, ফেসবুকে প্রথম কাঁচা বাদাম ও পুষ্পা ড্রেস বাজারে আসার খবর দেখেন। সম্প্রতি তাঁর এক বান্ধবী কাঁচা বাদাম থ্রিপিস কিনেছেন। এটা দেখে তিনিও এসেছেন।

ঈদবাজারে তরুণীদের যেমন আকর্ষণ ছিল নতুন মডেলের থ্রিপিস, তেমনি মধ্যবয়সী নারীদের প্রথম পছন্দ রং-বেরঙের বাহারি রকমের শাড়ি। দোকানগুলোতে বরাবরের মতো জামদানি, কাতান, টাঙ্গাইলের সিল্ক ও তাঁতের শাড়ি রয়েছে নারীদের চাহিদার শীর্ষে। তাঁতের শাড়ির মূল্য কিছুটা কম হলেও অন্যগুলো ডিজাইনের কারণে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া শিশুদের জন্য অভিজাত দোকানগুলোতে রয়েছে নানা রং ও ডিজাইনের পোশাক।

অন্যদিকে ঈদে ছেলেদের জন্য নতুন কোনো আকর্ষণ না থাকলেও পাঞ্জাবি, জিনস, শার্ট, পলো ও টিশার্ট বেছে নেয় ছেলেরা। বিভিন্ন ধরনের শার্টের পাশাপাশি ঈদকে ঘিরে হালকা ও রঙিন নকশার পলো ও টিশার্টের চাহিদা দেখা যাচ্ছে এবার ঈদবাজারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত