Ajker Patrika

বিজয় দিবস মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৪: ৫২
বিজয় দিবস মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট

কুমিল্লা জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ‘বিজয় দিবস মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এর চূড়ান্ত খেলা হয়।

খেলায় শালবন বিহার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রানীর কুঠি একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল রিফাত, জেলা ক্রিকেট কমিটির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট কমিটির সদস্য সাইফুল আলম রনি, কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা। সভাপতিত্ব করেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস।

অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি নেন রানীর কুঠি একাদশের অধিনায়ক তাওহিদ হোসেন মিঠু, দলের ম্যানেজার মো. রফিকুল ইসলাম এবং রানারআপ দলের ট্রফি নেন দলের ম্যানেজার খায়রুল আহসান মানিক, অধিনায়ক আবু মুছা, খেলোয়াড় দেলোয়ার হোসাইন আকাইদ প্রমুখ।

এ সময় সাংসদ বাহার বলেন, সাংবাদিকেরা খেলার আয়োজন করেছে, যা প্রশংসনীয়। মনে রাখতে হবে, সুস্থ দেহ মানে সুন্দর মন। কুমিল্লা নামের বিভাগের দাবিতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত