Ajker Patrika

তাহমিনা সভাপতি সম্পাদক সালমা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ০৮
তাহমিনা সভাপতি সম্পাদক সালমা

যুব মহিলা লীগ কুমিল্লা মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার নগরীর রামঘাট মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনটির ৮১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে তাহমিনা আক্তারকে সভাপতি এবং উম্মে সালমা লিজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

মহানগর যুব মহিলা লীগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। সম্মেলনের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ অধ্যাপক অপু উকিল।

প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জাকিয়া সৃজনী শিউলী এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ সাবিনা আক্তার তুহিন, যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিরা পারভীন লাকি, সাংগঠনিক সম্পাদক জেসমিন শামিমা নিঝুম, ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নিলুফার রহমান, যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহের নাজ নাহিদ, আইন বিষয়ক সম্পাদক সোহানা জেসমিন প্রমুখ।

সম্মেলনের প্রধান অতিথি সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘একটি আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪১ এর বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবার কাজ করতে হবে। সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।’

সাবেক সাংসদ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল তাঁর বক্তব্যে বলেন, ‘যাঁরা সংগঠন করার মাধ্যমে কিছু পেতে চান তাঁরা যুব মহিলা লীগে আসবেন না। আমাদের আদর্শই হল ত্যাগ করা। ত্যাগই আমাদের মূল নীতি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত