Ajker Patrika

আবু রুশদ্ সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২: ২৯
আবু রুশদ্ সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা

আনোয়ারা সৈয়দ হককে ‘চোখ’ ও ওয়াসি আহমেদকে ‘বরফকল’ উপন্যাসের জন্য ‘আবু রুশদ্ সাহিত্য পুরস্কার ২০২১’ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আবু রুশদ্ মতিনউদ্দিনের স্মরণে গঠিত আবু রুশদ্ স্মৃতি পর্ষদের এক সাম্প্রতিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল শুক্রবার পর্ষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পাপড়ি রহমান ও মাহমুদ আখতার শরীফকেও যথাক্রমে তাঁদের উপন্যাস ‘নদীধারা আবাসিক এলাকা’ ও ‘মানুষ হবার কাল্পনিক গল্প’-এর জন্য আবু রুশ্দ সৃজনশীল সাহিত্য স্বীকৃতি পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়। বিজয়ীরা পাবেন ৫০ হাজার টাকা ও ১ সনদ। সৃজনশীল সাহিত্য স্বীকৃতি হিসেবে পাবেন মেডেল ও সনদ। নতুন বছরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পদক তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। দেশে শিক্ষা-গবেষণা ও সাহিত্য সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে আবু রুশদ্ স্মৃতি পর্ষদ কাজ করছে।

আবু রুশ্দ স্মৃতি পর্ষদের অন্য সদস্যদের মধ্যে আছেন এম সাইদুজ্জামান, মেজর জেনারেল (অব.) এফ আর মামুন, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়্যিদ, সেলিনা হোসেন, খুশি কবির, সারা যাকের, আবু কামাল, শাহীন রুশদ্ ও ড. এস এস এম সাদরুল হুদা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত