Ajker Patrika

মাদ্রাসাশিক্ষকের অর্থ আত্মসাতের অভিযোগ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৭: ৩৭
মাদ্রাসাশিক্ষকের অর্থ আত্মসাতের অভিযোগ

বাগেরহাটের রামপালের একটি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে অবৈধভাবে তিন কর্মচারী নিয়োগ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে ওই মাদ্রাসার সহ-সুপারের বিরুদ্ধে। এ বিষয়ে ওই মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি তালুকদার মো. নজরুল ইসলাম বাগেরহাট জেলা প্রশাসক, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাগেরহাট পুলিশ সুপার ও খুলনার র‍্যাব-৬ সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্র থেকে জানা গেছে, উপজেলার গৌরম্ভা এলাকার আবু বকর সিদ্দিক দাখিল মাদ্রাসায় ২০২০ সালের ৭ নভেম্বরে তিনজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ওই সময়ে মাদ্রাসার সুপার আব্দুল লতিফ অসুস্থ থাকায় তিনি নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য মাওলানা মো. মনিরুজ্জামানকে দায়িত্ব দেন।

মাওলানা মো. মনিরুজ্জামান নিয়োগ পরীক্ষা শেষে ফলাফল শিটে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর না করিয়ে গোপনে স্বাক্ষর জাল করে এমপিওভুক্তর জন্য কাগজপত্র তৈরি করে ঢাকায় পাঠান। বর্তমানে ওই তিন কর্মচারী সরকারি বেতন-ভাতার সুবিধা ভোগ করছেন।

অভিযোগে উল্লেখ করো হয়, মাওলানা মো. মনিরুজ্জামান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা শিক্ষা কর্মকর্তাকে রেলের টিকিট বাবদ ৩৩৩ টাকা, ঢাকায় যাতায়াত বাবদ দুই হাজার টাকা, বকশিশ বাবদ ৭৫ হাজার টাকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ১০ হাজার, এমপিওভুক্ত করানোর জন্য আবারও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ৪০ হাজার এবং ঢাকায় বকশিশ ও অফিস খরচ বাবদ ১ লাখ ১ হাজার ২০০ টাকাসহ বিভিন্ন খাতে মোটা অঙ্কের টাকা খরচ দেখিয়েছেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন বলেন, সহ-সুপার তাঁর কোনো স্বাক্ষর নেয়নি। সে তাঁর স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরি করে ওই তিন কর্মচারীকে এমপিওভুক্ত করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রোগ্রামার পুষ্পেন বলেন, ওই মাদ্রাসায় গত বছর তিনজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে শিক্ষা অফিসের কেউ কোনো টাকা নেয়নি। অহেতুক অভিযোগ তোলা হচ্ছে।

মাদ্রাসার সুপার মো. আব্দুল লতিফ বলেন, তিনি অসুস্থ থাকায় সহ-সুপার মো. মনিরুজ্জামানকে নিয়োগের দায়িত্ব দিয়েছিলেন। তিনি কোনো টাকা নেননি। যা কিছু করেছে তা সহ-সুপার করেছেন। তিনি কিছু জানেন না।

অভিযুক্ত সহ-সুপার মাওলানা মো. মনিরুজ্জামান তাঁর বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি যা কিছু করেছেন তা সুপারের নির্দেশেই করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত