Ajker Patrika

নান্দাইলে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির টাকা ফেরত গেল

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৪: ১১
নান্দাইলে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির টাকা ফেরত গেল

নান্দাইল উপজেলায় অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (ইজিপিপি) প্রকল্পের ২০২১-২২ অর্থবছরের ১ম ও ২য় ধাপের প্রায় সাড়ে ৬ কোটি টাকা ফেরত গেছে।

দেশের ১৫টি উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে পাইলট প্রকল্প নামে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কিন্তু চলতি বছরে নান্দাইল উপজেলায় কাজ না হওয়ায় প্রকল্পের টাকা সরকারি কোষাগারে ফেরত গেছে।

নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নে অতি দরিদ্র হিসেবে প্রতিদিন ৪০০ টাকা করে ৪০ দিনের কর্মসূচির ১ হাজার ৯৯৭ জন শ্রমিকের তালিকা করে অনুমোদন দেওয়া হয়। এতে প্রথম ধাপে ৩ কোটি ১৯ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

অপর দিকে একই তালিকায় দ্বিতীয় ধাপে অনুমোদন না হওয়া ৩ কোটি ১৯ লাখ ৫২ হাজার টাকাও ফেরত গেছে। চলতি অর্থবছরের শেষপর্যায়ে এসে প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলার কোথাও কাজ না হওয়ায় কর্মসৃজন প্রকল্পের ৬ কোটি ৩৯ লাখ ৪ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত গেছে।

নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম বলেন, উপকারভোগী শ্রমিকদের তালিকা নিয়ে জটিলতা থাকায় চলতি অর্থবছরে নান্দাইল উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পে কোনো কাজ হয়নি। তাই প্রায় সাড়ে ৬ কোটি টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত