Ajker Patrika

শুরু হলো এইচএসসি পরীক্ষা প্রথম দিন অনুপস্থিত ২১১

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬: ৪১
শুরু হলো এইচএসসি পরীক্ষা প্রথম দিন অনুপস্থিত ২১১

সব অনিশ্চয়তা কাটিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথম দিনের পরীক্ষা শুরু হয়ে চলে সাড়ে ১১টা পর্যন্ত।

শিক্ষাবোর্ডের অধীনে চার জেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭০ হাজার ৯৪১ শিক্ষার্থী। চার জেলায় প্রথম দিনের পরীক্ষায় ২১১ জন অনুপস্থিত ছিল।

সকালে নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। সকাল ৮টা থেকেই কেন্দ্রের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থী এবং অভিভাবকেরা। করোনা মহামারি কাটিয়ে পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকেরা। তবে শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ায় কিছুটা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন তাঁরা।

নগরীর টাউন হল মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সামনে অপেক্ষমাণ এক পরীক্ষার্থীর অভিভাবক হাসনা হেনা বেগম বলেন, করোনার কারণে এত দিন মেয়েটা পড়াশোনা করতে পারেনি। দীর্ঘদিন পরে হলেও পরীক্ষা শুরু হওয়ায় কিছুটা ভালো লাগছে। তবে শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ায় কিছুটা ভয় কাজ করছে ফলাফল কী জানি কী হয়।

মারিয়া জান্নাত নামে এক পরীক্ষার্থী বলেন, ‘অল্প সময়ে কোনো দিন পরীক্ষা দিইনি। পরীক্ষার আগে কিছুটা ভয় কাজ করেছে, তবে সর্বোপরি পরীক্ষা ভালোই হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিলাম, এবারের পরীক্ষার অভিজ্ঞতাটাও ভিন্ন হয়েছে।’

এদিকে সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল। তিনি মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশে বলেন, শিক্ষাবোর্ডের অধীনে চার জেলা থেকে এইচএসসি পরীক্ষায় ৮৭টি কেন্দ্রে ২৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২ ডিসেম্বর থেকে সুষ্ঠু সুন্দর ভাবে শুরু হওয়া তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৩০ ডিসেম্বর। সকল অনিশ্চয়তা কাটিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সকল কাজ সম্পন্ন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত