Ajker Patrika

শেষ সময়ে মাথা ঠান্ডা রেখে রিভিশন দিন

শেষ সময়ে মাথা ঠান্ডা রেখে রিভিশন দিন

১৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক’ পদের লিখিত পরীক্ষা হতে যাচ্ছে। শেষ সময়ে মাথা ঠান্ডা রেখে রিভিশন নেওয়ার কোনো বিকল্প নেই। আজ থাকছে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ও পরীক্ষার হলের করণীয় নিয়ে আলোচনা। আশা করি, আপনারা উপকৃত হবেন। 

বাংলা ও ইংরেজি অংশে বাংলাদেশ/আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়ের ওপর মোট দুটি প্রশ্নের উত্তর করতে হবে। এই অংশের জন্য সবচেয়ে আলোচিত ও প্রচলিত ১৫-২০টা অংশ সিলেক্ট করে রিভিশন দেওয়া যেতে পারে। যেমন সাম্প্রতিক ডলার-সংকট, বাংলাদেশের ওপর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব, আইএমএফের ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ, কপ-২৭ ইত্যাদি। পরীক্ষার খাতায় গতানুগতিক লেখার চেয়ে গোছানো ও তথ্যভিত্তিক লেখা অনেকটা এগিয়ে রাখবে। 

সাধারণ জ্ঞান অংশে ভালো করতে হলে মৌলিক জ্ঞানের পাশাপাশি সাম্প্রতিক তথ্যকে প্রাধান্য দিতে হবে। তা ছাড়া ব্যাংক-সম্পর্কিত মৌলিক কিছু জ্ঞান, বিভিন্ন রেটসহ ব্যাংক-সম্পর্কিত খুঁটিনাটি জরুরি তথ্য জানা থাকলে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।

অনুচ্ছেদ থেকে হুবহু না লিখে নিজের ভাষায় গুছিয়ে লিখলে ভালো নম্বর পাওয়া যায়। অনুচ্ছেদ পড়ার আগে প্রশ্ন পড়ে নিলে এ ক্ষেত্রে উত্তর করতে সুবিধা হয়। তবে প্রশ্নে যা জানতে চাওয়া হয়, তার ওপর ভিত্তি করে উত্তর করতে হবে। অপ্রাসঙ্গিক উত্তর না করাই ভালো, এতে পরীক্ষক বিরক্ত হন। এ জন্য মনোযোগ দিয়ে অনুচ্ছেদের মূলভাব বুঝে উত্তর করাই বাঞ্ছনীয়।

গণিতে ছোট ছোট ৫-৬টি অঙ্ক আসতে পারে। তাই বিগত সালের লিখিত পরীক্ষার অঙ্কগুলোতে একটু চোখ বুলিয়ে নেওয়া যায়।

পরীক্ষার আগের দিন অনুবাদ নিয়ে অতিরিক্ত চাপ নেওয়া ঠিক নয়। পরীক্ষার খাতায় যত কম কাটাকাটি করা যায়, ততই ভালো। বানান ও গ্রামারের ভুল কম হলে ভালো নম্বর আসবে।

ইংরেজি আরগুমেন্ট অংশে ভালো করতে হলে যুক্তিনির্ভর এবং বিশ্লেষণধর্মী হওয়া জরুরি। এ ক্ষেত্রে লেখা শুরু করার আগে কেন লিখবেন, কতটুকু লিখবেন, কোন কোন যুক্তি তুলে ধরবেন, সেটা পাঁচ মিনিট ধরে খসড়া করে নিতে পারেন। এতে লেখা গোছানো হবে এবং ভালো নম্বর তুলতে পারবেন।

অনেকে ইংরেজিতে ভালো না হওয়ায় লিখিত পরীক্ষায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। আত্মবিশ্বাস হারানো যাবে না। বানান ও গ্রামার যতটা সম্ভব কম ভুল করতে হবে।

সময় নির্ধারণের দিকে নজর দিতে হবে। কোন প্রশ্নের উত্তর করতে কত সময় বরাদ্দ রাখবেন, তা এখনই ঠিক করে রাখুন।

ফাইনাল রেজাল্টশিটে নিজের রোল দেখার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া পরিশ্রমী ও ধৈর্যশীলদের লিখিত পরীক্ষার জন্য শুভকামনা। 

অনুলিখন: মোছা. জেলি খাতুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত