নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর খুচরা বাজারে চালের দাম কমতে শুরু হয়েছে। গত ৭ থেকে ১০ দিনের ব্যবধানে কেজিতে ৫-৬ টাকা পর্যন্ত দাম কমেছে।
রাজধানীর পশ্চিম বনশ্রী ১ নম্বর সড়কের মেসার্স সূচনা জেনারেল স্টোরে প্রতি কেজি মিনিকেট ৭৪-৭৮ টাকা, কাটারি নাজির ৭৬-৮০, নাজিরশাইল ৬৬-৮৫, মাঝারি চাল ৬০-৬২ টাকায় বিক্রি করছেন। অথচ রাজধানীর সেগুনবাগিচা বাজারে মেসার্স মায়ের দোয়া স্টোরে প্রতি কেজি মিনিকেট ৬৮-৭০ টাকা, নাজিরশাইল ৭০-৭৫, মাঝারি চাল ৬০ ও মোটা চাল ৫০-৫২ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
রাজধানীর অন্যান্য বাজারে চালের দাম কম দেখা গেছে, কিন্তু আপনার দোকানে বেশি দাম রাখার কারণ জানতে চাইলে পশ্চিম রামপুরার সূচনা জেনারেল স্টোরের মালিক মোজাম্মেল হোসেন জানান, নতুন চালের দাম কিছুটা কমেছে। তবে তাঁর দোকানে নতুন চাল এখনো তোলা হয়নি।
তবে সেগুনবাগিচার মায়ের দোয়া রাইস এজেন্সির বিক্রয় প্রতিনিধি ফরহাদ হোসেন জানান, বাজারে চালের সরবরাহ বাড়ায় মিনিকেট ছাড়া অন্য সব ধরনের চালের দামই কমতির দিকে। নাজিরশাইল কমেছে কেজিতে ৫ টাকা পর্যন্ত। আগে প্রতি কেজি নাজিরশাইল বিক্রি হতো ৮০ টাকা। বর্তমানে তা ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ৬২-৬৩ টাকার মাঝারি চাল ৫৫-৫৬ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের মেসার্স হাজি ইসমাইল অ্যান্ড সন্সের ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে ৬ টাকা পর্যন্ত কমেছে। আগের ৫৪-৫৫ টাকার মোটা চাল এখন ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য চালের দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান।
পুরান ঢাকার বাবুবাজার-বাদামতলী এলাকার পাইকারি চাল ব্যবসায়ীরা জানিয়েছেন, গত এক সপ্তাহের ব্যবধানে তাঁদের বাজারে মিনিকেট ছাড়া সব ধরনের চালের দামই কমতির দিকে। ৭৪-৭৫ টাকার নাজিরশাইল চাল এখন ৭০-৭১ টাকা, ৫৬ টাকার বিআর-২৮ ও বিআর-২৯ চাল এখন ৫৩ টাকা, ৫০ টাকার মোটা চাল গতকাল ৪৬-৪৭ টাকায় বিক্রি হয়েছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ২ দশমিক ২১ থেকে ২ দশমিক ৯৭ শতাংশ পর্যন্ত কমেছে। ৫৮-৭৮ টাকার সরু চাল গতকাল ৫৮-৭৫ টাকায়, ৪৬-৫৫ টাকার মোটা চাল ৪৬-৫২ টাকায় বিক্রি হয়েছে।
দেশে গত বোরো ও সর্বশেষ আমন মৌসুমে বিপুল পরিমাণ চাল উৎপাদন হয়েছে। এরপরও নানা অজুহাতে ব্যবসায়ীরা বাড়তি দামে চাল বিক্রি করছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে সারা বছরে মোট চালের চাহিদা ৩ কোটি ৬০ লাখ মেট্রিক টন। ২০২০-২১ অর্থবছরে দেশে চাল উৎপাদন হয় ৩ কোটি ৭৬ লাখ মেট্রিক টন। আর ২০২১-২২ অর্থবছরে দেশে মোট চাল আমদানি হয় ১০ লাখ ৬৭ হাজার মেট্রিক টন।
রাজধানীর খুচরা বাজারে চালের দাম কমতে শুরু হয়েছে। গত ৭ থেকে ১০ দিনের ব্যবধানে কেজিতে ৫-৬ টাকা পর্যন্ত দাম কমেছে।
রাজধানীর পশ্চিম বনশ্রী ১ নম্বর সড়কের মেসার্স সূচনা জেনারেল স্টোরে প্রতি কেজি মিনিকেট ৭৪-৭৮ টাকা, কাটারি নাজির ৭৬-৮০, নাজিরশাইল ৬৬-৮৫, মাঝারি চাল ৬০-৬২ টাকায় বিক্রি করছেন। অথচ রাজধানীর সেগুনবাগিচা বাজারে মেসার্স মায়ের দোয়া স্টোরে প্রতি কেজি মিনিকেট ৬৮-৭০ টাকা, নাজিরশাইল ৭০-৭৫, মাঝারি চাল ৬০ ও মোটা চাল ৫০-৫২ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
রাজধানীর অন্যান্য বাজারে চালের দাম কম দেখা গেছে, কিন্তু আপনার দোকানে বেশি দাম রাখার কারণ জানতে চাইলে পশ্চিম রামপুরার সূচনা জেনারেল স্টোরের মালিক মোজাম্মেল হোসেন জানান, নতুন চালের দাম কিছুটা কমেছে। তবে তাঁর দোকানে নতুন চাল এখনো তোলা হয়নি।
তবে সেগুনবাগিচার মায়ের দোয়া রাইস এজেন্সির বিক্রয় প্রতিনিধি ফরহাদ হোসেন জানান, বাজারে চালের সরবরাহ বাড়ায় মিনিকেট ছাড়া অন্য সব ধরনের চালের দামই কমতির দিকে। নাজিরশাইল কমেছে কেজিতে ৫ টাকা পর্যন্ত। আগে প্রতি কেজি নাজিরশাইল বিক্রি হতো ৮০ টাকা। বর্তমানে তা ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ৬২-৬৩ টাকার মাঝারি চাল ৫৫-৫৬ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের মেসার্স হাজি ইসমাইল অ্যান্ড সন্সের ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে ৬ টাকা পর্যন্ত কমেছে। আগের ৫৪-৫৫ টাকার মোটা চাল এখন ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য চালের দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান।
পুরান ঢাকার বাবুবাজার-বাদামতলী এলাকার পাইকারি চাল ব্যবসায়ীরা জানিয়েছেন, গত এক সপ্তাহের ব্যবধানে তাঁদের বাজারে মিনিকেট ছাড়া সব ধরনের চালের দামই কমতির দিকে। ৭৪-৭৫ টাকার নাজিরশাইল চাল এখন ৭০-৭১ টাকা, ৫৬ টাকার বিআর-২৮ ও বিআর-২৯ চাল এখন ৫৩ টাকা, ৫০ টাকার মোটা চাল গতকাল ৪৬-৪৭ টাকায় বিক্রি হয়েছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ২ দশমিক ২১ থেকে ২ দশমিক ৯৭ শতাংশ পর্যন্ত কমেছে। ৫৮-৭৮ টাকার সরু চাল গতকাল ৫৮-৭৫ টাকায়, ৪৬-৫৫ টাকার মোটা চাল ৪৬-৫২ টাকায় বিক্রি হয়েছে।
দেশে গত বোরো ও সর্বশেষ আমন মৌসুমে বিপুল পরিমাণ চাল উৎপাদন হয়েছে। এরপরও নানা অজুহাতে ব্যবসায়ীরা বাড়তি দামে চাল বিক্রি করছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে সারা বছরে মোট চালের চাহিদা ৩ কোটি ৬০ লাখ মেট্রিক টন। ২০২০-২১ অর্থবছরে দেশে চাল উৎপাদন হয় ৩ কোটি ৭৬ লাখ মেট্রিক টন। আর ২০২১-২২ অর্থবছরে দেশে মোট চাল আমদানি হয় ১০ লাখ ৬৭ হাজার মেট্রিক টন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫