Ajker Patrika

তারিক আনাম খানের সঙ্গে প্রথমবার অপু

তারিক আনাম খানের সঙ্গে প্রথমবার অপু

সিনেমার পর সম্প্রতি ওয়েব সিনেমায় নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। আহমেদ শাহাবুদ্দিনের সাইকো থ্রিলার গল্প অবলম্বনে ‘ছায়াবাজি’ নামের ওয়েব সিনেমাটি বানাচ্ছেন সৈয়দ শাকিল। রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং চলছে। এতে প্রথমবারের মতো অপু বিশ্বাস স্ক্রিন শেয়ার করছেন গুণী অভিনেতা তারিক আনাম খানের সঙ্গে।

‘ছায়াবাজি’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে অপুকে। এক চরিত্রে তিনি মানসিক রোগী। আর তারিক আনাম খান অভিনয় করছেন একজন মনোরোগ চিকিৎসকের ভূমিকায়। অপুকে সারিয়ে তোলার দায়িত্ব নেন তারিক। চিকিৎসক ও রোগীর মধ্যকার একটি দারুণ সম্পর্কের গল্প দেখা যাবে এতে, জানিয়েছেন নির্মাতা সৈয়দ শাকিল।

দীর্ঘদিন ধরে মঞ্চ, টিভি ও সিনেমায় অভিনয় করছেন তারিক আনাম খান। তাঁর মতো গুণী অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। বলছেন, ‘এই প্রথম তাঁর মতো গুণী অভিনেতার সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা হলো। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। প্রতিদিনই নতুন কিছু শিখছি। অভিনয়ের নানা খুঁটিনাটি বিষয়ে আমাকে সহযোগিতা করছেন তিনি।’

আর অপু বিশ্বাসের অভিনয়ের প্রশংসা করে তারিক আনাম খান বলছেন, ‘প্রথমবার অপুর সঙ্গে কাজ। তাকে অনেক পেশাদার মনে হয়েছে। ভালো অভিনয় করার তাগিদ রয়েছে তার মধ্যে।’ সাইকো থ্রিলার ঘরানার ‘ছায়াবাজি’ সিনেমায় মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকাসহ আরও অনেককেই দেখা যাবে। ওয়েব ফিল্মটি প্রযোজনা করছে আরটিভি। আগামী বছর ‘ছায়াবাজি’ মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।

এদিকে সম্প্রতি সরকারি অনুদানে নিজের প্রথম প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার কাজ শেষ করেছেন অপু বিশ্বাস। এতে তাঁর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে অপু অভিনীত আরেকটি সিনেমা ‘ছায়াবৃক্ষ’। দুটি সিনেমাই পরিচালনার দায়িত্বে রয়েছেন বন্ধন বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত