Ajker Patrika

নিজ প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৭
নিজ প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জসিম উদ্দিন (৩৫) নামের একজনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজারের পশ্চিম পাশের একটি মার্কেটে অবস্থিত নিজের গুদামঘরের তালা ভেঙে মেঝে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

জসিম উদ্দিন হলদিয়াপালং ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সলিমউল্লাহর ছেল। তিনি বিভিন্ন পণ্যের পরিবেশক (ডিলার) হিসেবে ব্যবসা করতেন।

স্থানীয় ব্যবসায়ী গিয়াস উদ্দিন বলেন, একজন কৃষক মার্কেটের পার্শ্ববর্তী জমিতে চাষ করতে গিয়ে গন্ধ পান। বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে তালা ভেঙে মেঝেতে তাঁর রক্তাক্ত লাশ শনাক্ত করে।

এর আগে ১০ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে জসিম নিখোঁজ হলে পরদিন উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার।

চার দিন ধরে খোঁজ না পাওয়ায় ১৪ ফেব্রুয়ারি প্রশাসনের সহযোগিতা চেয়ে পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়।

হলদিয়া পালং ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন বলেন, নিখোঁজের কিছু সময় আগে প্রতিষ্ঠানের বাইরে স্থানীয় বাসিন্দারা জসিমকে দেখতে পেয়েছিলেন। সে সময় থেকে জসিমের প্রতিষ্ঠান তালাবদ্ধ ছিল। ফলে সে নিখোঁজের পর অপহরণ ভেবে কেউ আর এখানে খোঁজ করেনি।

কীভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তা অনুসন্ধান করছে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোরশেদ বলেন, ‘ঘটনাস্থলের আলামত সংগ্রহ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কীভাবে এ ঘটনা ঘটল, আমরা সেটি খতিয়ে দেখছি।’

স্থানীয় ব্যবসায়ী ও নিহত জসিমের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে জসিমকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত