Ajker Patrika

ফ্রিজে রাখা আচার খেয়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ৫২
ফ্রিজে রাখা আচার খেয়ে শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ফ্রিজে রাখা আমের আচার খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর অসুস্থ হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রাম ওই ঘটনা ঘটে।

নিহত সানিয়া (৭) ধলাদিয়া গ্রামের সাইদুর রহমান সজিব মোড়লের মেয়ে। গুরুতর অসুস্থ অপর হলেন সাইদুরের মা শাহনাজ বেগম (৫০) ও ভাতিজি মেহজাবিন (১৩)।

সাইদুর রহমান বলেন, সোমবার বেলা ১১টার দিকে তাঁর ঘরে থাকা ফ্রিজ থেকে তাঁর মেয়ে, মা ও ভাতিজি আমের আচার খায়। এরপর সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে বেশি অসুস্থ তাঁর মেয়ে সানিয়াকে রাজেন্দ্রপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সাইদুর বলেন, ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে সানিয়া মারা যায়।

সাইদুর রহমান বলেন, ‘পরবর্তীতে আমার মা ও ভাতিজি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শ্রীপুর থানায় উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনে বিনা ময়নাতদন্ত স্বজনদের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত