সম্পাদকীয়
টাকা কামানোর কত ধরনের ফন্দি-ফিকিরই না মানুষ করতে পারে! এদিক থেকে বাঙালির উদ্ভাবনী শক্তির তারিফ করতে হয়। কোনো ধরনের বিবেক, মূল্যবোধের বালাই নেই, যা ইচ্ছে তা করার একটা লাইসেন্স যেন পেয়ে গেছে কিছু মানুষ।নওগাঁয় একদল দুর্বৃত্ত যে কাণ্ডটি ঘটাচ্ছিল, তা হয়তো অভিনব নয়, কিন্তু দিনের পরদিন এটাকেই ব্যবসা হিসেবে নিয়ে কীভাবে আনন্দে কাটছিল তাদের দিন, সেটাই বড্ড ভাবনার জন্ম দেয়।
কোনো নিরীহ পুরুষকে অপহরণ করে এনে কোনো নির্দিষ্ট বাড়িতে আটকে রেখে চক্রেরই সদস্য কোনো নারীর সঙ্গে এমন ছবি তোলা হয়, যা দিয়ে অনায়াসেই লোকটিকে ব্ল্যাকমেল করা যায়। নিরূপায় সেই মানুষ লজ্জা থেকে বাঁচার জন্য চক্রের চাহিদামতো টাকা দিয়ে মুক্ত হন। নইলে সামাজিক যোগাযোগমাধ্যমে সে ছবি তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়। অপহরণ, মুক্তিপণ আদায়—ব্যস, মাসিক বেতনে চাকরি করার চেয়ে কত সহজে আয়ের রাস্তা খুঁজে পাওয়া!
চক্রের যে কজন সদস্য ধরা পড়েছেন, তাঁদের বয়সের দিকে তাকালে আরও বেশি অবাক হতে হয়। এই দলে ৪০ বছরের মাঝবয়সী যেমন আছেন, তেমনি সদ্য টিনএজ পার হওয়া কুড়ি বছরের যুবকও রয়েছেন। এ রকম বয়সের ফারাকওয়ালা মানুষদের মিলিয়েছে এমন এক অপরাধ, যা সাধারণ অবস্থায় তাঁদের রাখতে পারত যোজন দূরে। সাধারণ অবস্থায় ২০ বছরের যুবক আর ৪০ বছরের প্রৌঢ় একই সঙ্গে নারী-পুরুষকে নিয়ে বাজে ছবি তোলার প্রক্রিয়ায় যুক্ত হবেন—এটা অবিশ্বাস্য। অপরাধ, কুরুচি মানুষকে কোথায় নিয়ে যায়, এটা তারই একটা বেদনাময় প্রকাশ।
মানুষ কেন অপরাধপ্রবণ হয়ে ওঠে, তার সামাজিক, অর্থনৈতিক কারণগুলো নিয়ে গবেষকেরা মাঝে মাঝেই তাঁদের মত প্রকাশ করেন। এ কথা তো ঠিক, অতিরিক্ত জনসংখ্যা আমাদের যেমন জনশক্তি হিসেবে কাজ করতে পারে, তেমনি তা অদক্ষ জনসমষ্টির অর্থহীন বিস্তার হিসেবেও ব্যবহৃত হতে পারে। জনসংখ্যা বেশি হলে লাগসই কাজ খুঁজে পাওয়া যায় না। মানুষের সংখ্যার তুলনায় কাজের সুযোগ থাকে কম। আর সে রকম অবস্থার সৃষ্টি হলে অপরাধপ্রবণতা বাড়ে। সেই অপরাধ হতে পারে নানা রকম। সব দেশেই দুরভিসন্ধি নিয়ে কিছু মানুষ ঘুরে বেড়ায়। জেলখানা বা সংশোধনাগারে অপরাধের কারণে সময় কাটাচ্ছে যারা, তাদের কাহিনি শুনলে বোঝা যায়, কত বিচিত্র কারণে মানুষ অপরাধ করে থাকে।
নওগাঁর পাটালি মোড় এলাকায় ডেকে নিয়ে একজনকে তাদের কাজের ভুক্তভোগী বানানোর পর দাবি করা টাকার অর্ধেক দেওয়ায় তাঁকে আটকেও রাখে এই অপহরণকারী দল। এ সংবাদটি র্যাব-৫-এর গোচরে এলে তারা ব্যবস্থা নেয়। তখনই অপরাধী চক্রের গোমর ফাঁস হয়ে যায়।
এসব অসামাজিক কর্মকাণ্ড কী করে বেড়ে উঠতে পারছে, তার পেছনের কারণগুলো খুঁজে বের করা জরুরি। মূলত জনসংখ্যা ও কাজের অনুপাতের মধ্যে এতটাই ব্যবধান যে অসৎ পথে মুফতে আয়ের পথ খুঁজে নেওয়ার প্রবণতা বাড়ছে। এ দিকটায় নজর দেওয়া খুব প্রয়োজন।
টাকা কামানোর কত ধরনের ফন্দি-ফিকিরই না মানুষ করতে পারে! এদিক থেকে বাঙালির উদ্ভাবনী শক্তির তারিফ করতে হয়। কোনো ধরনের বিবেক, মূল্যবোধের বালাই নেই, যা ইচ্ছে তা করার একটা লাইসেন্স যেন পেয়ে গেছে কিছু মানুষ।নওগাঁয় একদল দুর্বৃত্ত যে কাণ্ডটি ঘটাচ্ছিল, তা হয়তো অভিনব নয়, কিন্তু দিনের পরদিন এটাকেই ব্যবসা হিসেবে নিয়ে কীভাবে আনন্দে কাটছিল তাদের দিন, সেটাই বড্ড ভাবনার জন্ম দেয়।
কোনো নিরীহ পুরুষকে অপহরণ করে এনে কোনো নির্দিষ্ট বাড়িতে আটকে রেখে চক্রেরই সদস্য কোনো নারীর সঙ্গে এমন ছবি তোলা হয়, যা দিয়ে অনায়াসেই লোকটিকে ব্ল্যাকমেল করা যায়। নিরূপায় সেই মানুষ লজ্জা থেকে বাঁচার জন্য চক্রের চাহিদামতো টাকা দিয়ে মুক্ত হন। নইলে সামাজিক যোগাযোগমাধ্যমে সে ছবি তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়। অপহরণ, মুক্তিপণ আদায়—ব্যস, মাসিক বেতনে চাকরি করার চেয়ে কত সহজে আয়ের রাস্তা খুঁজে পাওয়া!
চক্রের যে কজন সদস্য ধরা পড়েছেন, তাঁদের বয়সের দিকে তাকালে আরও বেশি অবাক হতে হয়। এই দলে ৪০ বছরের মাঝবয়সী যেমন আছেন, তেমনি সদ্য টিনএজ পার হওয়া কুড়ি বছরের যুবকও রয়েছেন। এ রকম বয়সের ফারাকওয়ালা মানুষদের মিলিয়েছে এমন এক অপরাধ, যা সাধারণ অবস্থায় তাঁদের রাখতে পারত যোজন দূরে। সাধারণ অবস্থায় ২০ বছরের যুবক আর ৪০ বছরের প্রৌঢ় একই সঙ্গে নারী-পুরুষকে নিয়ে বাজে ছবি তোলার প্রক্রিয়ায় যুক্ত হবেন—এটা অবিশ্বাস্য। অপরাধ, কুরুচি মানুষকে কোথায় নিয়ে যায়, এটা তারই একটা বেদনাময় প্রকাশ।
মানুষ কেন অপরাধপ্রবণ হয়ে ওঠে, তার সামাজিক, অর্থনৈতিক কারণগুলো নিয়ে গবেষকেরা মাঝে মাঝেই তাঁদের মত প্রকাশ করেন। এ কথা তো ঠিক, অতিরিক্ত জনসংখ্যা আমাদের যেমন জনশক্তি হিসেবে কাজ করতে পারে, তেমনি তা অদক্ষ জনসমষ্টির অর্থহীন বিস্তার হিসেবেও ব্যবহৃত হতে পারে। জনসংখ্যা বেশি হলে লাগসই কাজ খুঁজে পাওয়া যায় না। মানুষের সংখ্যার তুলনায় কাজের সুযোগ থাকে কম। আর সে রকম অবস্থার সৃষ্টি হলে অপরাধপ্রবণতা বাড়ে। সেই অপরাধ হতে পারে নানা রকম। সব দেশেই দুরভিসন্ধি নিয়ে কিছু মানুষ ঘুরে বেড়ায়। জেলখানা বা সংশোধনাগারে অপরাধের কারণে সময় কাটাচ্ছে যারা, তাদের কাহিনি শুনলে বোঝা যায়, কত বিচিত্র কারণে মানুষ অপরাধ করে থাকে।
নওগাঁর পাটালি মোড় এলাকায় ডেকে নিয়ে একজনকে তাদের কাজের ভুক্তভোগী বানানোর পর দাবি করা টাকার অর্ধেক দেওয়ায় তাঁকে আটকেও রাখে এই অপহরণকারী দল। এ সংবাদটি র্যাব-৫-এর গোচরে এলে তারা ব্যবস্থা নেয়। তখনই অপরাধী চক্রের গোমর ফাঁস হয়ে যায়।
এসব অসামাজিক কর্মকাণ্ড কী করে বেড়ে উঠতে পারছে, তার পেছনের কারণগুলো খুঁজে বের করা জরুরি। মূলত জনসংখ্যা ও কাজের অনুপাতের মধ্যে এতটাই ব্যবধান যে অসৎ পথে মুফতে আয়ের পথ খুঁজে নেওয়ার প্রবণতা বাড়ছে। এ দিকটায় নজর দেওয়া খুব প্রয়োজন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫