Ajker Patrika

প্রকাশ পাচ্ছে সুবীর নন্দীর অপ্রকাশিত গান ‘ঘুম’

প্রকাশ পাচ্ছে সুবীর নন্দীর অপ্রকাশিত গান ‘ঘুম’

প্রয়াত সংগীতশিল্পী সুবীর নন্দীর অপ্রকাশিত গান ‘ঘুম’ মুক্তি পাবে এ সপ্তাহে। গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীত পরিচালনায় তানভীর তারেক। দীর্ঘদিন ধরে সুবীর নন্দীর কিছু গান নিয়ে কাজ করছিলেন তানভীর। গানগুলো মুক্তির আগেই প্রয়াত হন বরেণ্য এই শিল্পী।

সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘সংগীতের যেকোনো বিষয়ে সুবীর নন্দী আমাকে বরাবরই সাহস জুগিয়েছেন। একদিন তিনি আমাকে কিছু গান তৈরির কথা বলেন। এরপর আমরা দীর্ঘ সময় নিয়ে গানগুলোর কাজ করেছি। এতে ঢাকা ও কলকাতার যন্ত্রশিল্পীরা বাজিয়েছেন। এভাবে আমরা ১০টি গান তৈরি করি। এর ভেতর একটি গান প্রকাশ পেয়েছে। ঘুম গানটি সেই প্রজেক্টের দ্বিতীয় রিলিজ। বাকি ৮টি গান ধারাবাহিকভাবে প্রকাশ পাবে।’

গীতিকবি সোমেশ্বর অলি বলেন, ‘তানভীর ভাইকে অনেক আগে দুটি গান দিয়েছিলাম। এই গানটি তিনি কবে কখন সুর করে সুবীরদাকে দিয়ে গাইয়ে রেখেছেন, তা জানতাম না। আমার জন্য এটা সারপ্রাইজ ছিল। কিছুটা আবেগাক্রান্ত হয়ে গেছি। সুবীর নন্দীর গাওয়া এই অপ্রকাশিত গানটি শ্রোতাদের জন্য বিশেষ উপহার হয়ে থাকবে বলে আমার বিশ্বাস।’

জানা গেছে, ঘুম শিরোনামের গানটি সাউন্ডস অব তানভীর ইউটিউব চ্যানেল ও স্বাধীন মিউজিক অ্যাপে প্রকাশ পাবে। এ ছাড়া স্পটিফাই, আইটিউনসসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত