Ajker Patrika

ইমন সাহার সিনেমায় তাঁদের অভিষেক

ইমন সাহার সিনেমায় তাঁদের অভিষেক

সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা এবার পরিচালকের আসনে। বানাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘সাইলেন্স—আ মিউজিক্যাল জার্নি’।

পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প ও সংগীত পরিচালনাও করছেন তিনি। সাইলেন্স সিনেমায় প্লেব্যাকে অভিষেক হচ্ছে শেখ শাহরীন সুলতানা মীম, সুমন রায় ও বর্ষা আঁচলের। আরটিভির রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’-এর প্রতিযোগী ছিলেন তাঁরা।

সাইলেন্স স্বল্পদৈর্ঘ্য সিনেমায় মীম ও সুমন দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘আল্লাহ বলো মনরে পাখি’। সুমন এককভাবে গেয়েছেন ‘তোরে রাঙ দিল কি সোনা দিল’। আর বর্ষা আঁচল গেয়েছেন দুটি মৌলিক গান—একটি গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘অ তে অন্তর আ তে আল্লাহ’, অন্যটি কবির বকুলের লেখা ‘বন্ধুর হাসি’।

ইমন সাহা বলেন, ‘আমি বাংলার গায়েনে প্রথম এই তিনজনকে দেখি। খুব ভালো গান করেন তাঁরা। সে সময় কথা দিয়েছিলাম, তাঁদের নিয়ে কাজ করব। ইতিমধ্যে লালনসংগীতে মীম নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বর্ষার কণ্ঠ খুব ইউনিক। আর সুমনের কণ্ঠে ভাওয়াইয়া গান সহজেই মানিয়ে যায়।’ ইমন সাহা জানিয়েছেন, সাইলেন্স সিনেমার গানগুলো শিগগির আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত