Ajker Patrika

কুয়াকাটায় আধুনিক বাস টার্মিনাল হচ্ছে

পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ২৭
কুয়াকাটায় আধুনিক বাস টার্মিনাল হচ্ছে

পর্যটনকেন্দ্র সমুদ্রসৈকত কুয়াকাটায় নির্মিত হচ্ছে আধুনিক বাস টার্মিনাল। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। জমি ভরাট, গাইড ওয়ালের কাজ চলছে দ্রুতগতিতে। বাস টার্মিনাল হলে সমুদ্র এলাকায় যানজট ও পর্যটকদের ভোগান্তি কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় ঈদুল ফিতর, ঈদুল আজহা, জাতীয় দিবস, সরকারি ছুটিসহ বিভিন্ন ছুটি কাটাতে প্রকৃতির নানা আয়োজন উপভোগ করতে মানুষ ছুটে আসেন। বাস টার্মিনাল না থাকায় পর্যটকদের বহনকারী বাস, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ নানা যানবাহন মহাসড়কে রাখা হয়। ফলে জিরো পয়েন্ট থেকে মহাসড়কের এক কিলোমিটার অংশজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

জানা যায়, ইতিমধ্যে ভোগান্তি কমাতে কুয়াকাটার তুলাতলী এলাকায় ছয় একর জমির ওপর কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণকাজ শুরু করেছে কর্তৃপক্ষ। মেকানিক্যাল গ্যারেজ, রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, যাত্রীছাউনিসহ নানা সুযোগ-সুবিধাসংবলিত আধুনিক স্ট্যান্ড নির্মিত হচ্ছে। টার্মিনাল নির্মাণের মধ্য দিয়ে পর্যটকদের ভোগান্তি কমবে এবং ব্যবসায়ীদের পণ্য বিক্রি বাড়বে বলেও মনে করেন পর্যটনসংশ্লিষ্টরা।

এ ছাড়া বাস টার্মিনাল নির্মাণকাজ শুরু করায় খুশি চালকসহ আগত পর্যটকেরা। অন্য বাস টার্মিনালের মতো যেন কয়েক দিনে কুয়াকাটার স্ট্যান্ড নষ্ট না হয় এবং বাস টার্মিনালের কাজ যাতে সঠিকভাবে ও দ্রুত শেষ হয়, এ জন্য সরকারের সার্বিক তদারকির দাবি জানান বাসচালক ও পর্যটকেরা।

খন্দকার পরিবহনের মালিক সোহাগ মিয়া বলেন, ‘কুয়াকাটায় বাস টার্মিনাল না থাকায় আমাদের যেমন ভোগান্তি, তেমনি সাধারণ মানুষেরও ভোগান্তি হয়। শুনলাম বাস টার্মিনালের কাজ চলছে, এখন ঠিকভাবে কাজ শেষ করতে পারলে সবার উপকার হবে।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘কুয়াকাটায় স্থায়ী বাস টার্মিনাল না থাকায় গাড়িগুলো সড়কের পাশেই রাখা হয়। এ ছাড়া এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। যে কারণে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার সড়কে যানজট লেগে থাকে। এতে পর্যটকদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়। এখন বাস টার্মিনাল হচ্ছে, আশা করি আর ভোগান্তিতে পড়তে হবে না পর্যটকদের।’

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘তুলতলীতে ছয় একর জমির ওপর বাস টার্মিনাল নির্মাণকাজ চলছে। এ মাসের মধ্যে বালু ভরাটের কাজ শেষ হবে। জানুয়ারি মাস থেকেই নতুন বাসটার্মিনালে বাস রাখা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত