পিরোজপুর প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে গিয়ে ক্ষোভে পরিষদের অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন সদ্য সাবেক চেয়ারম্যান। ফলে বৈরী আবহাওয়ার মধ্যে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে খোলা আকাশের নিচে প্রথম সভা করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
গত বৃহস্পতিবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রথম সভার আয়োজন করেন। সভার আগে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও তাঁর লোকজন। ফলে বৈরী আবহাওয়ার মধ্যে পত্তাশী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে সভার অনুষ্ঠান করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
পত্তাশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার বলেন, ‘সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও তাঁর লোকজন দিয়ে পরিষদের অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। বৃষ্টিপূর্ণ আবহাওয়ার মধ্যেও খোলা আকাশের নিচে রাস্তায় প্রথম সভার অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি।’ তিনি সরকারদলীয় লোক বলে দলীয় প্রভাবেই এমনটা করেছেন বলে অভিযোগ করেন জাতীয় পার্টি জেপি মনোনীত চেয়ারম্যান শাহীন।
ইউপি সদস্য কবির হোসেন বলেন, ‘সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের এমন আচরণ মানা কষ্টকর। তিনি ও তাঁর লোকজন মিলে পরিষদের অস্থায়ী কার্যালয়ে তালা দিয়ে দিয়েছেন, তাই আমরা কেউই কার্যালয়ে প্রবেশ করতে পারিনি।’
ইউনিয়নের সচিব মতিউর রহমান বলেন, ‘সাবেক চেয়ারম্যান আমাদের কাউকে কিছু না জানিয়েই ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। যোগাযোগ করার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি।’
সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। এখনো আমি আমার দায়িত্ব ও কাগজপত্র বুঝিয়ে দিইনি। তাই পরিষদের অস্থায়ী কার্যালয়ে আমি তালা দিয়ে শহরে গিয়েছি। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগেই সভা করবেন তো সেটা নতুন চেয়ারম্যানের কার্যালয়ে করলেই তো পারত, আমাকে মিথ্যা অভিযোগ কেন দিচ্ছে।’
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফরনেচ্ছা বলেন, ‘বিষটি শুনেছি, অভিযোগ করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে গিয়ে ক্ষোভে পরিষদের অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন সদ্য সাবেক চেয়ারম্যান। ফলে বৈরী আবহাওয়ার মধ্যে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে খোলা আকাশের নিচে প্রথম সভা করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
গত বৃহস্পতিবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রথম সভার আয়োজন করেন। সভার আগে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও তাঁর লোকজন। ফলে বৈরী আবহাওয়ার মধ্যে পত্তাশী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে সভার অনুষ্ঠান করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
পত্তাশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার বলেন, ‘সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও তাঁর লোকজন দিয়ে পরিষদের অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। বৃষ্টিপূর্ণ আবহাওয়ার মধ্যেও খোলা আকাশের নিচে রাস্তায় প্রথম সভার অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি।’ তিনি সরকারদলীয় লোক বলে দলীয় প্রভাবেই এমনটা করেছেন বলে অভিযোগ করেন জাতীয় পার্টি জেপি মনোনীত চেয়ারম্যান শাহীন।
ইউপি সদস্য কবির হোসেন বলেন, ‘সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের এমন আচরণ মানা কষ্টকর। তিনি ও তাঁর লোকজন মিলে পরিষদের অস্থায়ী কার্যালয়ে তালা দিয়ে দিয়েছেন, তাই আমরা কেউই কার্যালয়ে প্রবেশ করতে পারিনি।’
ইউনিয়নের সচিব মতিউর রহমান বলেন, ‘সাবেক চেয়ারম্যান আমাদের কাউকে কিছু না জানিয়েই ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। যোগাযোগ করার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি।’
সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। এখনো আমি আমার দায়িত্ব ও কাগজপত্র বুঝিয়ে দিইনি। তাই পরিষদের অস্থায়ী কার্যালয়ে আমি তালা দিয়ে শহরে গিয়েছি। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগেই সভা করবেন তো সেটা নতুন চেয়ারম্যানের কার্যালয়ে করলেই তো পারত, আমাকে মিথ্যা অভিযোগ কেন দিচ্ছে।’
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফরনেচ্ছা বলেন, ‘বিষটি শুনেছি, অভিযোগ করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫