Ajker Patrika

মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ২০: ২৯
মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

সৃজনশীল ও সুশৃঙ্খল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সাংসদ নুরুল আমিন রুহুল। এ বিষয়ে নুরুল আমিন রুহুল বলেন, ‘দেশের প্রতি দায়বোধ থেকে নিজেদের গড়ে তুলতে হবে।’

গতকাল বুধবার সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।

নাউরী আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা সাংসদ নুরুল আমিন রুহুল আরও বলেন, বর্তমান শিক্ষানীতিতে খেলাধুলা ও শিশুর শারীরিক বিকাশ এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠার ব্যবস্থা রাখা হয়েছে। এরই মধ্যে স্কুল-কলেজ পর্যায়ে এসব কার্যক্রম শুরু হয়েছে।

সাংসদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু ভালো ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সবাইকে দেশপ্রেমিক হতে হবে। তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করা হচ্ছে। আজ থেকে আমরা আরও একটি শপথ করি, কোনো রকম নেশার সঙ্গে আমরা নিজে জড়াব না।’ এ ছাড়া তিনি সবাইকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার আহ্বান জানান।

বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তুলে ধরে সাংসদ নুরুল আমিন রুহুল বলেন, ‘একটি দেশ তথা একটি জাতির কাঙ্ক্ষিত উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আর এ শিক্ষার একটি বিশেষ দিক হচ্ছে বিজ্ঞান শিক্ষা।’

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলাউদ্দিন সভাপতিত্ব করেন। ইংরেজি প্রভাষক মেহেদী মাসুদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, নাউরী আহম্মদীয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম তাজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লা দর্জি, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, রসায়ন বিভাগের প্রভাষক নুরুজ্জামান মিয়া প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, ছেংগারচর পৌর যুবলীগের নেতা ওমর খান, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক সাঈদা ইয়াসমিন, কাজল কৃষ্ণ নন্দী, খোরশেদা বেগম, লিপি আক্তার, নাজমা আক্তার, মারুফ বিল্লাহ, মাসুদ গাজী, ইব্রাহিম খলিল, আব্দুল মতিন, সৈকত চন্দ্র বণিক, মহিউদ্দিন আহমেদ, মো. আলমগীর হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত