Ajker Patrika

‘মীর্জা মামা’র দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭: ২৪
‘মীর্জা মামা’র দাফন সম্পন্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আহম্মেদ হোসেন মীর্জার (৬৭) দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বেশ কিছুদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন শেখ আহম্মেদ হোসেন মীর্জা। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

টুঙ্গিপাড়ায় তিনি মীর্জা মামা নামেই সবার কাছে পরিচিত ছিলেন। গতকাল বুধবার দুপুরে ঢাকা থেকে তাঁর মরদেহ টুঙ্গিপাড়ায় নেওয়া হয়। বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদ চত্বরে জানাজায় আশপাশের জেলা থেকেও বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে টুঙ্গিপাড়া শেখবাড়ি পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় এ বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত