Ajker Patrika

ক্যানসারের কাছে হার মানলেন শাবির সিনথিয়া

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭: ১৩
ক্যানসারের কাছে হার মানলেন শাবির সিনথিয়া

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিকুননাহার সিনথিয়া কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল ভোর রাতে কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা।

অধ্যাপক ফারজানা জানান, সাবিকুন্নাহার সিনথিয়া দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনেক দিন তিনি চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাঁকে বাড়িতে নেওয়া হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছয়টি কেমোথেরাপি দেওয়ার কথা ছিল। তিনটি কেমোথেরাপি দেওয়া সম্পন্ন হয়েছে। এতেও তাঁর শরীরের কোনো উন্নতি দেখা যায়নি। গত শুক্রবার রাতে সিনথিয়ার শরীর খুব খারাপ হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে, শিক্ষার্থী সিনথিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শাবিপ্রবির বাংলা বিভাগ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত