Ajker Patrika

২৫ কোটি টিকার ব্যবস্থা হয়েছ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪৫
২৫ কোটি টিকার ব্যবস্থা হয়েছ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে করোনাভাইরাসের টিকা ৯৬ লাখ ৫৪ হাজার ১১৯ ডোজ মজুত ছিল। গতকাল বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, বর্তমানে ১৮ বছরের ওপরের সব বাংলাদেশি নাগরিককে করোনা টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে জন্য বিভিন্ন দেশ ও সংস্থা থেকে টিকা সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে।

জাতীয় পার্টির সাংসদ রুস্তুম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ১২ সেপ্টেম্বর পর্যন্ত ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ জনকে প্রথম ডোজ এবং ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জনকে দ্বিতীয় ডোজসহ মোট ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ টিকা দেওয়া হয়েছে।

বর্তমানে টিকা কর্মসূচির লক্ষ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্য বয়সসীমা ১৮ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের জনসংখ্যার অর্ধেককে টিকার আওতায় আনার জন্য বিশ্ব সংস্থার গাইডলাইন অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১২ বছর ও এর বেশি সব শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসা হবে। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া সুবর্ণ কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্নপূর্বক টিকা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, টিকা সংগ্রহের জন্য সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের গৃহীত এসব কার্যক্রমের ফলে এ পর্যন্ত (১২ সেপ্টেম্বর) ২৪ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ৬৬০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। আর ১২ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিপক্ষীয় ক্রয় চুক্তি এবং উপহার হিসেবে মোট ৪ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ৮৮০ ডোজ টিকা পাওয়া গেছে। করোনার সংক্রমণ প্রতিরোধে টিকা সংগ্রহ ও বিনা মূল্যে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া থেকে ১ কোটি ডোজ স্পুতনিক-ভি টিকা কেনার চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তা ছাড়া কোভ্যাক্সের মাধ্যমে ৩ কোটি ডোজ সিনোফার্ম ও সাড়ে ৭ কোটি ডোজ সিনোভ্যাক টিকা কেনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত