Ajker Patrika

ইসির প্রতি আস্থা নেই চরমোনাই পীরের

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ১৪
ইসির প্রতি আস্থা নেই চরমোনাই পীরের

জনমতের তোয়াক্কা না করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের খেয়াল-খুশি অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে বলে মন্তব্য করেছেন চরমোনাইয়ের পীর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

গতকাল বরিশালে চরমোনাই দরবারের বার্ষিক মাহফিলের তৃতীয় দিনে ইসলামী ছাত্র আন্দোলনের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে জনগণের মতামতের মূল্যায়ন করা হয়নি। এই কমিশনও আগের কমিশনের মতো আওয়ামী লীগের গুণগ্রাহী হয়ে কাজ করবে। তারা নিরপেক্ষ থেকে জনগণের চাহিদা অনুযায়ী অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে দেশবাসী মনে করে না।’

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, ‘রাষ্ট্রপতির সংলাপে গিয়ে কিছু সময় নষ্ট করেছি, তাতে জনগণের কল্যাণ হয়নি। স্বাধীনতার ৫০ বছরেও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দুর্নীতি বন্ধ হয়নি।’

ছাত্র আন্দোলনের সভাপতি নূরুল করীম আকরামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমীনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল হুদা ফয়েজী প্রমুখ।

আজ সোমবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হওয়ার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত