নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে গ্রাহকদের দুই শ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া শাহ্ সুলতান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সাবেক পরিচালক কামাল হোসেন সিকদারকে মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ওই মাল্টিপারপাসের লেনদেনে অসংগতির কারণে কামাল হোসেন সিকদার ২০১৬ সালে ওই কোম্পানি থেকে অব্যাহতি নিলেও তাঁকে জড়িয়ে মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি পরিবারের।
গতকাল বুধবার দুপুরে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দুই মামলায় পলাতক শাহ্ সুলতান মাল্টিপারপাসটির সাবেক পরিচালক কামাল সিকদারের স্ত্রী রুমা আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুমা আক্তার বলেন, মো. কামাল হোসেন সিকদার ২০১০ সালে শাহ সুলতান গ্রুপের পরিচালক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে এই কোম্পানি কর্তৃক গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ ও লেনদেন কার্যক্রম সঠিক মনে না হওয়ায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ২০১৫ সালের ১৫ জুন সমিতির প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে আইনগতভাবে আবেদন করেন। পরবর্তীকালে শাহ-সুলতান গ্রুপের ২৩তম বোর্ড সভায় ২০১৬ সালের ৩০ ডিসেম্বর গ্রুপের পরিচালকের পদ থেকে কামাল হোসেন সিকদারকে অব্যাহতি কার্যকর হয়। এর পর থেকে শাহ সুলতান কোম্পানির সঙ্গে কামাল হোসেন সিকদারের কোনো সম্পৃক্ততা ও লেনদেন নেই। এই সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রমাণপত্রও রয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছরের শুরুতে গ্রাহকদের প্রায় দুই শত কোটি টাকা নিয়ে শাহ্ সুলতান মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির কর্মকর্তারা অফিস বন্ধ করে উধাও হয় বলে গণমাধ্যমের খবরে জানতে পারি। এ ঘটনায় মার্চ মাসে নরসিংদীর পলাশ ও মনোহরদীতে পৃথক দুটি অর্থ প্রতারণা মামলা দায়ের করেন কিছু গ্রাহক। মামলায় ৫ জন আসামি গ্রেপ্তারও হয়েছে। ওই মামলায় ১০ ও ১১ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করার কারণে মো. কামাল হোসেন সিকদার পলাতক রয়েছেন।
সংবাদ সম্মেলনে কামাল হোসেন সিকদারের দুই কন্যাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নরসিংদীতে গ্রাহকদের দুই শ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া শাহ্ সুলতান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সাবেক পরিচালক কামাল হোসেন সিকদারকে মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ওই মাল্টিপারপাসের লেনদেনে অসংগতির কারণে কামাল হোসেন সিকদার ২০১৬ সালে ওই কোম্পানি থেকে অব্যাহতি নিলেও তাঁকে জড়িয়ে মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি পরিবারের।
গতকাল বুধবার দুপুরে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দুই মামলায় পলাতক শাহ্ সুলতান মাল্টিপারপাসটির সাবেক পরিচালক কামাল সিকদারের স্ত্রী রুমা আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুমা আক্তার বলেন, মো. কামাল হোসেন সিকদার ২০১০ সালে শাহ সুলতান গ্রুপের পরিচালক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে এই কোম্পানি কর্তৃক গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ ও লেনদেন কার্যক্রম সঠিক মনে না হওয়ায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ২০১৫ সালের ১৫ জুন সমিতির প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে আইনগতভাবে আবেদন করেন। পরবর্তীকালে শাহ-সুলতান গ্রুপের ২৩তম বোর্ড সভায় ২০১৬ সালের ৩০ ডিসেম্বর গ্রুপের পরিচালকের পদ থেকে কামাল হোসেন সিকদারকে অব্যাহতি কার্যকর হয়। এর পর থেকে শাহ সুলতান কোম্পানির সঙ্গে কামাল হোসেন সিকদারের কোনো সম্পৃক্ততা ও লেনদেন নেই। এই সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রমাণপত্রও রয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছরের শুরুতে গ্রাহকদের প্রায় দুই শত কোটি টাকা নিয়ে শাহ্ সুলতান মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির কর্মকর্তারা অফিস বন্ধ করে উধাও হয় বলে গণমাধ্যমের খবরে জানতে পারি। এ ঘটনায় মার্চ মাসে নরসিংদীর পলাশ ও মনোহরদীতে পৃথক দুটি অর্থ প্রতারণা মামলা দায়ের করেন কিছু গ্রাহক। মামলায় ৫ জন আসামি গ্রেপ্তারও হয়েছে। ওই মামলায় ১০ ও ১১ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করার কারণে মো. কামাল হোসেন সিকদার পলাতক রয়েছেন।
সংবাদ সম্মেলনে কামাল হোসেন সিকদারের দুই কন্যাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২০ ঘণ্টা আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২১ ঘণ্টা আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫