নারায়ণগঞ্জ প্রতিনিধি
চলতি নভেম্বর মাসে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিটে চিকিৎসাসেবা নিয়েছে ৫৮ জন। প্রতিনিয়তই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। জেলা প্রশাসন, সিটি করপোরেশন থেকে শুরু করে দায়িত্বশীল সব দপ্তর থেকেই সতর্ক করা হচ্ছে ডেঙ্গুর বিষয়ে। এমনকি বাড়ির ছাদে পানি জমে থাকলে জরিমানাও করা হচ্ছে। কিন্তু শর্ষের ভেতরেই যেন ভূত! যেই হাসপাতালে প্রতিনিয়ত নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে, সেই হাসপাতালের ছাদেই জমে আছে ট্যাংকি উপচে পড়া স্বচ্ছ পানি।
গত সোমবার ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ছাদে উঠে ট্যাংকির নিচের অংশে স্বচ্ছ পানি জমে থাকতে দেখা যায়। কোনো কোনো স্থানে পানি জমে সেখানে তৈরি হয়েছে শেওলা। ছাদের ওপর নির্মাণকাজ চলায় পানি নেমে যাওয়ার পথও গেছে আটকে। ফলে ছাদেই জমেই থাকছে স্বচ্ছ পানি। অথচ সতর্কতার অংশ হিসেবে হাসপাতালকেই সবচেয়ে বেশি পরিচ্ছন্ন এবং এডিস মশার আবাসমুক্ত পরিবেশ থাকা উচিত।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) দায়িত্বরত একজন নাম গোপন রাখার শর্তে বলেন, ‘প্রতিনিয়ত ভিক্টোরিয়া হাসপাতালের ছাদে ট্যাংকি উপচে পানি পড়তে থাকে। আমরা বিষয়টি খোদ সিভিল সার্জনকেও একদিন দেখিয়েছি। বৃষ্টি না হলেও হাসপাতালের ছাদে পানি জমে থাকাটা দুঃখজনক।’
হাসপাতালের ডেঙ্গু ইউনিটে খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের আগস্ট মাস থেকে ডেঙ্গু রোগী আসা শুরু হয়। আগস্ট মাসে আটজন, সেপ্টেম্বর মাসে ১৪ জন, অক্টোবর মাসে ৬১ জন এবং নভেম্বরের ২০ তারিখ পর্যন্ত ৫৮ জন সেবা নিয়েছে। অধিকাংশ রোগীই আসছে নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও বন্দর থেকে।
নাসিকের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ‘ডেঙ্গুমুক্ত ওয়ার্ড রাখতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। যদি হাসপাতালের ছাদেই স্বচ্ছ পানি জমে থাকে তাহলে সেটা দুঃখজনক। কারণ ডেঙ্গুবাহী এডিস মশা স্বচ্ছ পানিতেই ডিম পাড়ে। সেখানে হয়তো এডিস মশার লার্ভাও পাওয়া যেতে পারে।’
হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনকল রিসিভ করেননি। তবে কথা হলে সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান বলেন, ‘খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেব।’
চলতি নভেম্বর মাসে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিটে চিকিৎসাসেবা নিয়েছে ৫৮ জন। প্রতিনিয়তই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। জেলা প্রশাসন, সিটি করপোরেশন থেকে শুরু করে দায়িত্বশীল সব দপ্তর থেকেই সতর্ক করা হচ্ছে ডেঙ্গুর বিষয়ে। এমনকি বাড়ির ছাদে পানি জমে থাকলে জরিমানাও করা হচ্ছে। কিন্তু শর্ষের ভেতরেই যেন ভূত! যেই হাসপাতালে প্রতিনিয়ত নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে, সেই হাসপাতালের ছাদেই জমে আছে ট্যাংকি উপচে পড়া স্বচ্ছ পানি।
গত সোমবার ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ছাদে উঠে ট্যাংকির নিচের অংশে স্বচ্ছ পানি জমে থাকতে দেখা যায়। কোনো কোনো স্থানে পানি জমে সেখানে তৈরি হয়েছে শেওলা। ছাদের ওপর নির্মাণকাজ চলায় পানি নেমে যাওয়ার পথও গেছে আটকে। ফলে ছাদেই জমেই থাকছে স্বচ্ছ পানি। অথচ সতর্কতার অংশ হিসেবে হাসপাতালকেই সবচেয়ে বেশি পরিচ্ছন্ন এবং এডিস মশার আবাসমুক্ত পরিবেশ থাকা উচিত।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) দায়িত্বরত একজন নাম গোপন রাখার শর্তে বলেন, ‘প্রতিনিয়ত ভিক্টোরিয়া হাসপাতালের ছাদে ট্যাংকি উপচে পানি পড়তে থাকে। আমরা বিষয়টি খোদ সিভিল সার্জনকেও একদিন দেখিয়েছি। বৃষ্টি না হলেও হাসপাতালের ছাদে পানি জমে থাকাটা দুঃখজনক।’
হাসপাতালের ডেঙ্গু ইউনিটে খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের আগস্ট মাস থেকে ডেঙ্গু রোগী আসা শুরু হয়। আগস্ট মাসে আটজন, সেপ্টেম্বর মাসে ১৪ জন, অক্টোবর মাসে ৬১ জন এবং নভেম্বরের ২০ তারিখ পর্যন্ত ৫৮ জন সেবা নিয়েছে। অধিকাংশ রোগীই আসছে নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও বন্দর থেকে।
নাসিকের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ‘ডেঙ্গুমুক্ত ওয়ার্ড রাখতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। যদি হাসপাতালের ছাদেই স্বচ্ছ পানি জমে থাকে তাহলে সেটা দুঃখজনক। কারণ ডেঙ্গুবাহী এডিস মশা স্বচ্ছ পানিতেই ডিম পাড়ে। সেখানে হয়তো এডিস মশার লার্ভাও পাওয়া যেতে পারে।’
হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনকল রিসিভ করেননি। তবে কথা হলে সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান বলেন, ‘খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেব।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫