Ajker Patrika

অধ্যক্ষের হাত ভেঙে দেওয়ার অভিযোগ

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২: ৫৬
অধ্যক্ষের হাত ভেঙে দেওয়ার অভিযোগ

বুড়িচংয়ে উপজেলার কালাকচুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাহিবুর রহমান নামে এক চাকরি প্রত্যাশীর বিরুদ্ধে। এ ঘটনায় অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন জানান, কালাকচুয়া গ্রামের মো. মাহিবুর রহমান মাদ্রাসায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হননি। তাই তিনি চাকরি পাননি। এরপর থেকে তিনি বিভিন্ন সময় নিয়োগের জন্য অধ্যক্ষকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।

গত বৃহস্পতিবার বিকেলে অধ্যক্ষ তাঁর অফিস কক্ষে একা ছিলেন। এ সময় মাহিবুর রহমান তাঁর ভাই মো. মাসুম ও মোস্তাকুর রহমানসহ তিন-চারজনকে নিয়ে এসে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন।

এ সময় অধ্যক্ষ তাঁদের জানান, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে চাকরি দেওয়ার সুযোগ নেই। এ সময় তাঁরা ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষকে মারধর করতে থাকেন। মাহিবুর হকস্টিক দিয়ে পিটিয়ে অধ্যক্ষের ডান হাত ভেঙে দেন। অধ্যক্ষের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার পথে মাদ্রাসার অদূরে অধ্যক্ষের বাড়ির বাগানে ঢুকে বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ কেটে ফেলেন। পরে স্থানীয় বাসিন্দারা অধ্যক্ষকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হারেছ বলেন, ‘অভিযুক্ত মাহিবুর একাধিকবার মাদ্রাসার শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেও উত্তীর্ণ হতে পারেননি। তাই ক্ষোভ থেকেই অধ্যক্ষের ওপরে এ হামলা চালিয়েছেন।’

এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। এ সময় তাঁদের ঘর তালাবদ্ধ পাওয়া গেছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত