Ajker Patrika

আজ থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৬
আজ থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। পাঁচ দিনব্যাপী উৎসবের ২০তম আসর চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিএসসি প্রাঙ্গণে। বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ করার পাশাপাশি বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসব শুরু হয়।

আজ সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’ সিনেমার মাধ্যমে পর্দা উঠবে উৎসবের। উদ্বোধনী দিনে আরও প্রদর্শিত হবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ (বেলা ১টা), মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ (বিকেল ৩টা ৩০ মিনিট) ও আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)।

পাঁচ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘নোনা জলের কাব্য’, নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই অবলম্বনে নির্মিত সোহেল মুহাম্মদ রানা নির্মিত অ্যানিমেশন সিনেমা ‘মুজিব আমার পিতা’, এন রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতীর কথা’সহ ১৯টি সিনেমা ও একটি প্রামাণ্যচিত্র। প্রদর্শনীর পাশাপাশি থাকবে চলচ্চিত্রের কলাকুশলীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও আলোচনায় অংশ নেওয়ার সুযোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত