Ajker Patrika

পোস্টার সাঁটাতে গিয়ে হামলার শিকার

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৯: ৪৪
পোস্টার সাঁটাতে গিয়ে হামলার শিকার

নাটোর সদরে ইউপি নির্বাচনের পোস্টার সাঁটাতে গিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সাত কর্মীর ওপর দুর্বৃত্তের হামলার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় একটি ভ্যান নিয়ে চাঁদপুর বাজারে স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী মোজাম্মেল হক লিটনের পোস্টার সাঁটাতে আসেন তাঁর কর্মীরা। হঠাৎ ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করে ভ্যান ভাঙচুর ও পোস্টার ছিনিয়ে নেন। এ সময় এলোপাতাড়ি মারপিটে আহত হন নাজমুল সিয়াম (১৭), ভ্যানচালক বাবলু (৫০), কর্মী রুবেল হোসেন (৩২), মাইনুল (১৭), মমিন হোসেন (১৩), বায়েজিদ (২৫) ও আসাদুর রহমান মিন্টু (৩৪)। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। আহতরা সবাই ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা।

আহত আসাদুর রহমান মিন্টু বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুক্কুর নেতৃত্বে লাঠি দিয়ে তাঁদের মারপিট করা হয়।

স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী ও স্বেচ্ছাসেবক লীগের সদর উপজেলা শাখার সহসভাপতি মোজাম্মেল হক লিটন বলেন, সাধারণ ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করলে ও প্রচার-প্রচারণায় বের হলে সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নাটোর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব হোসেন বলেন, মারপিটের শিকার সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত