শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গল উপজেলার নোমেন্স ল্যান্ড (শূন্য রেখা) এলাকায় চাষ করা লেবু আনতে না পাড়ায় লক্ষাধিক টাকার লেবু গাছেই নষ্ট হচ্ছে। এমন অবস্থায় ক্ষতির শঙ্কায় রয়েছেন সহস্রাধিক চাষি। সমস্যা সমাধানে এ বিষয়ে স্থানীয়রা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাষিরা।
গত শনিবার বিকেলে বিজিবি ও উপজেলার সিন্দুরখান ইউনিয়ন এবং রাজঘাট ইউনিয়নের প্রায় ৩০০ লেবু ও পান চাষি এ সভায় ছিলেন। এতে নোমেন্স ল্যান্ড এলাকায় চাষবাদ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়।
সভায় চাষিরা জানান, ভারতীয় সীমান্তের নোমেন্সল্যান্ড এলাকায় প্রায় পাঁচ শতাধিক চাষি লেবু, আনারস ও পান চাষে জীবিকা নির্বাহ করে আসছে। চলতি বছরের জুন মাস থেকে বিজিবি তাঁদের নোমেন্স ল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।
এদিকে এ নিষেধাজ্ঞার ফলে ওখানকার জমিতে চাষিরা যে ফসল চাষ করেছেন সেগুলো আনতে না পারছেন না। এমন অবস্থায় ক্ষতির শঙ্কায় রয়েছেন প্রায় সহস্রাধিক চাষি। লেবু চাষের সুযোগ না দিলে তাঁদের পথে বসতে হবে বলেও জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামিউন্নবী চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৫ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. তৌফিকুর রহমান, সিন্দুরখান ক্যাম্প কমান্ডার সুবেদার হামিদুর রহমান, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, সীমান্ত এলাকার লেবু ও পান চাষিরা।
লেবু চাষিরা জানান, সীমান্তরেখার নোমেন্স ল্যান্ডে এলাকায় যুগ যুগ ধরে পান, আনারস ও লেবু চাষাবাদ করছেন তাঁরা। বর্তমানে বিজিবির নিষেধাজ্ঞার কারণে তাঁদের আবাদ করা ফসল আনতে পারছেন না। তাঁরা বলেন, ভারতের কাঁটাতারের বাইরে বাংলাদেশের দিকে পড়েছে। পতিত পড়ে থাকা জমিগুলো দেশ ভাগ হওয়ার আগে থেকেই চাষাবাদ হয়ে আসছে। বর্তমানে বিজিবির বাধায় ফসল আনতে না পারায় এখন পথে বসার উপক্রম হয়েছে।
হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামিউন্নবী চৌধুরী জানান, নোমেন্স ল্যান্ডে কোনো দেশের কেউ অবাধে যাতায়াত করা বেআইনি। তাই চাষিদের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় না যাওয়ার জন্য বলা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলার নোমেন্স ল্যান্ড (শূন্য রেখা) এলাকায় চাষ করা লেবু আনতে না পাড়ায় লক্ষাধিক টাকার লেবু গাছেই নষ্ট হচ্ছে। এমন অবস্থায় ক্ষতির শঙ্কায় রয়েছেন সহস্রাধিক চাষি। সমস্যা সমাধানে এ বিষয়ে স্থানীয়রা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাষিরা।
গত শনিবার বিকেলে বিজিবি ও উপজেলার সিন্দুরখান ইউনিয়ন এবং রাজঘাট ইউনিয়নের প্রায় ৩০০ লেবু ও পান চাষি এ সভায় ছিলেন। এতে নোমেন্স ল্যান্ড এলাকায় চাষবাদ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়।
সভায় চাষিরা জানান, ভারতীয় সীমান্তের নোমেন্সল্যান্ড এলাকায় প্রায় পাঁচ শতাধিক চাষি লেবু, আনারস ও পান চাষে জীবিকা নির্বাহ করে আসছে। চলতি বছরের জুন মাস থেকে বিজিবি তাঁদের নোমেন্স ল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।
এদিকে এ নিষেধাজ্ঞার ফলে ওখানকার জমিতে চাষিরা যে ফসল চাষ করেছেন সেগুলো আনতে না পারছেন না। এমন অবস্থায় ক্ষতির শঙ্কায় রয়েছেন প্রায় সহস্রাধিক চাষি। লেবু চাষের সুযোগ না দিলে তাঁদের পথে বসতে হবে বলেও জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামিউন্নবী চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৫ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. তৌফিকুর রহমান, সিন্দুরখান ক্যাম্প কমান্ডার সুবেদার হামিদুর রহমান, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, সীমান্ত এলাকার লেবু ও পান চাষিরা।
লেবু চাষিরা জানান, সীমান্তরেখার নোমেন্স ল্যান্ডে এলাকায় যুগ যুগ ধরে পান, আনারস ও লেবু চাষাবাদ করছেন তাঁরা। বর্তমানে বিজিবির নিষেধাজ্ঞার কারণে তাঁদের আবাদ করা ফসল আনতে পারছেন না। তাঁরা বলেন, ভারতের কাঁটাতারের বাইরে বাংলাদেশের দিকে পড়েছে। পতিত পড়ে থাকা জমিগুলো দেশ ভাগ হওয়ার আগে থেকেই চাষাবাদ হয়ে আসছে। বর্তমানে বিজিবির বাধায় ফসল আনতে না পারায় এখন পথে বসার উপক্রম হয়েছে।
হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামিউন্নবী চৌধুরী জানান, নোমেন্স ল্যান্ডে কোনো দেশের কেউ অবাধে যাতায়াত করা বেআইনি। তাই চাষিদের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় না যাওয়ার জন্য বলা হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫