Ajker Patrika

বিজিবির সঙ্গে চাষিদের মতবিনিময়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৪: ০০
বিজিবির সঙ্গে চাষিদের মতবিনিময়

শ্রীমঙ্গল উপজেলার নোমেন্স ল্যান্ড (শূন্য রেখা) এলাকায় চাষ করা লেবু আনতে না পাড়ায় লক্ষাধিক টাকার লেবু গাছেই নষ্ট হচ্ছে। এমন অবস্থায় ক্ষতির শঙ্কায় রয়েছেন সহস্রাধিক চাষি। সমস্যা সমাধানে এ বিষয়ে স্থানীয়রা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাষিরা।

গত শনিবার বিকেলে বিজিবি ও উপজেলার সিন্দুরখান ইউনিয়ন এবং রাজঘাট ইউনিয়নের প্রায় ৩০০ লেবু ও পান চাষি এ সভায় ছিলেন। এতে নোমেন্স ল্যান্ড এলাকায় চাষবাদ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়।

সভায় চাষিরা জানান, ভারতীয় সীমান্তের নোমেন্সল্যান্ড এলাকায় প্রায় পাঁচ শতাধিক চাষি লেবু, আনারস ও পান চাষে জীবিকা নির্বাহ করে আসছে। চলতি বছরের জুন মাস থেকে বিজিবি তাঁদের নোমেন্স ল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।

এদিকে এ নিষেধাজ্ঞার ফলে ওখানকার জমিতে চাষিরা যে ফসল চাষ করেছেন সেগুলো আনতে না পারছেন না। এমন অবস্থায় ক্ষতির শঙ্কায় রয়েছেন প্রায় সহস্রাধিক চাষি। লেবু চাষের সুযোগ না দিলে তাঁদের পথে বসতে হবে বলেও জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামিউন্নবী চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৫ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. তৌফিকুর রহমান, সিন্দুরখান ক্যাম্প কমান্ডার সুবেদার হামিদুর রহমান, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, সীমান্ত এলাকার লেবু ও পান চাষিরা।

লেবু চাষিরা জানান, সীমান্তরেখার নোমেন্স ল্যান্ডে এলাকায় যুগ যুগ ধরে পান, আনারস ও লেবু চাষাবাদ করছেন তাঁরা। বর্তমানে বিজিবির নিষেধাজ্ঞার কারণে তাঁদের আবাদ করা ফসল আনতে পারছেন না। তাঁরা বলেন, ভারতের কাঁটাতারের বাইরে বাংলাদেশের দিকে পড়েছে। পতিত পড়ে থাকা জমিগুলো দেশ ভাগ হওয়ার আগে থেকেই চাষাবাদ হয়ে আসছে। বর্তমানে বিজিবির বাধায় ফসল আনতে না পারায় এখন পথে বসার উপক্রম হয়েছে।

হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামিউন্নবী চৌধুরী জানান, নোমেন্স ল্যান্ডে কোনো দেশের কেউ অবাধে যাতায়াত করা বেআইনি। তাই চাষিদের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় না যাওয়ার জন্য বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত