Ajker Patrika

বিআরটিসির বাস চালু রাখার দাবি

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৩
বিআরটিসির বাস চালু রাখার দাবি

ময়মনসিংহ-কিশোরগঞ্জ পথে বিআরটিসির বাস চালু রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নান্দাইল উপজেলা পরিষদের সামনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এই মানববন্ধন করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা), সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা থেকে ময়মনসিংহ সড়কে বিআরটিসির বাস চালু রাখার দাবি জানানো হয়েছে। এ সময় বক্তারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এম কে সুপার ও শ্যামল ছায়া বাসের যাত্রীসেবার মান ও হয়রানিরও প্রতিবাদ জানান।

ওই দুই বাসের মালিকেরা বিআরটিসির বাস বন্ধের জন্য পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন বক্তারা। মানববন্ধন চলাকালে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

মানববন্ধনে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর একাত্মতা প্রকাশ করেন এবং বিআরটিসির দ্বিতল বাস মঙ্গলবার দুপুর থেকেই চলাচলের ব্যবস্থা করেন। এ ছাড়া আরও ছয়টি দোতলা বাস বৃদ্ধির আশ্বাস দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর ইউএনওর মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত