Ajker Patrika

বাল্লা স্থলবন্দর দিয়ে ইলিশ গেল ভারতে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৯: ০৭
বাল্লা স্থলবন্দর দিয়ে ইলিশ গেল ভারতে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রথমবারের মতো মাছ রপ্তানি শুরু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে এই স্থলবন্দরের শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরার খোয়াই শহরে ২ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হয়।

এ তথ্য নিশ্চিত করে বাল্লা শুল্ক স্টেশনের ইনচার্জ হাজম চাকমা জানান, মঙ্গলবার ২ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে এবং এ বন্দর দিয়ে এই প্রথম মাছ রপ্তানি হলো।

আমদানি-রপ্তানিকারক সজল দাশ জানান, তাঁর মাধ্যমে মঙ্গলবার প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলার করে মোট ২০ হাজার ডলারের বিনিময়ে ২ হাজার কেজি ইলিশ ত্রিপুরায় পাঠানো হয়েছে। দুর্গানগর এলাকার মেসার্স দিব্যদিপ পাল এ ইলিশ মাছ গ্রহণ করেছে।

আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘আশা করছি বাল্লা দিয়ে আগামীতে আরও মাছ পাঠানো সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত