Ajker Patrika

১০ লক্ষাধিক শিশু খাবে ভিটামিন ‘এ’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৭
১০ লক্ষাধিক শিশু খাবে ভিটামিন ‘এ’

সারা দেশের মতো কুমিল্লায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। গতকাল শনিবার কুমিল্লা নগরীর ফৌজদারি এথনিকা স্কুলে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। চার দিনের ক্যাম্পেইনে জেলার ১০ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

এদিকে গতকাল শনিবার সকালে নগর ভবনের ইপিআই কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) ড. সফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডের ৫১টি ইপিআই কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১২ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইনে ৭ হাজার ৮২৫ জনকে নীল ক্যাপসুল এবং ৪৭ হাজার ৩৬৬ জনকে লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ।

সিটি করপোরেশন সূত্র জানায়, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইনে সিটি করপোরেশনের পাশাপাশি আরবান প্রাইমারি হেলথ প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, মেরিস্টোপ ক্লিনিক সহযোগিতা করছে। শিশুদের ভরা পেটে ক্যাপসুল খাওয়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন চিকিৎসকেরা।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, জেলায় সর্বমোট ৪ হাজার ৭৬৩টি কেন্দ্রে ১০ লক্ষাধিক শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। সাড়ে ৯ হাজার মাঠকর্মীর মধ্যে প্রতি কেন্দ্রে দুজন করে নিয়োজিত থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত