Ajker Patrika

শ্রীপুরে এক মঞ্চে নৌকার আট প্রার্থী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ৫৬
শ্রীপুরে এক মঞ্চে নৌকার আট প্রার্থী

গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যেখানে উপস্থিত আট ইউপির নৌকা প্রতীকের আট প্রার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির হিমু।

অনুষ্ঠানে উপস্থিত থাকা নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন মাওনা ইউপির মো. জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর ইউপির মো. আজাহার হোসেন তালুকদার, তেলিহাটি ইউর আব্দুল বাতেন সরকার, কাওরাইদ ইউপির আজিজুল হক আজিজ, বরমী ইউপির মো. আনোয়ার হোসেন সরকার, গোসিঙ্গা ইউপির মো. সাইদুর রহমান শাহিন মোড়ল, রাজাবাড়ি ইউপির হাসিনা মমতাজ, প্রহলাদপুর ইউপির মো. নূরুল হক আকন্দ।

অনুষ্ঠানে সাংসদ ইকবাল হোসেন সবুজ বলেন, ‘আটটি ইউপিতে চেয়ারম্যান পদে অনেকেই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করেছেন, তাঁকেই নৌকা প্রতীক দিয়ে মনোনীত করেছেন। তাই সবাইকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের সকল প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।’

এ সময় আরও বক্তব্য দেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত