Ajker Patrika

আমনে শিষমরা রোগ ফলন বিপর্যয়ের শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৯: ৪৯
আমনে শিষমরা রোগ ফলন বিপর্যয়ের শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আমন ধানে শিষমরা (ব্লাস্ট) রোগ দেখা দিয়েছে। এতে ধানের ফলনে বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর আমন মৌসুমে ২২ হাজার ৫২০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের তথ্যমতে, উপজেলায় স্বর্ণা জাতের ৭ হাজার ৮২০, ব্রি-৫১ জাতের ১১ হাজার ৩৮৫, ব্রি-৫২ জাতের ১২০০, ব্রি-৪৯ জাতের ২০, ব্রি-৩৪ জাতের ১৩৯২, ব্রি-৭১ জাতের ১৫৩, ব্রি-৮৭ জাতের ১০৪, বিনা-১১ জাতের ৬, বিনা-১৭ জাতের ১৫, বিনা-২২ জাতের ৮, অ্যাবাইজএজেড হাইব্রিড জাতের ৩০ ও অন্যান্য স্থানীয় জাতের ধান প্রায় ৮ হেক্টর জমিতে চাষ হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, টানা ৫ দিনের বৃষ্টিপাতের ফলে শিষ আসা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে স্বর্ণা জাতের ধান বৃষ্টির ফলে মাটিতে লুটিয়ে পড়েছে। লুটিয়ে পড়া ধানের খেতে পোকার আক্রমণ বেশি হয়েছে।

উপজেলার ঝিকড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, এ বছর আমনের বাম্পার ফলনের আশা করেছিলেন তিনি। কিন্তু বৃষ্টিতে কিছু ধান মাটিতে লুটিয়ে পড়ে। এতে ফলন কম হবে বলে আশঙ্কা করছেন তিনি।

খেসবা গ্রামের কৃষক গোলাম মর্ত্তুজা বলেন, তিনি এবার চার বিঘা জমিতে ধান চাষ করেছেন। তাতে মোট খরচ হয়েছে ৪৫ হাজার টাকা। ধানের শিষে পোকা লাগার কারণে অধিকাংশ কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া বৃষ্টিতে ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। ফলে খরচ ওঠা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

এ বিষয়ে সিনজেন্টা কোম্পানির সার ও কীটনাশক ডিলার মতিউর রহমান বলেন, শিষমরা (ব্লাস্ট) রোগটি শনাক্ত করতে ও সঠিক কীটনাশক প্রয়োগ করতে না পারায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ বলেন, চলতি বছর আশ্বিনের শেষে রোদের তাপে ধানের পরাগায়ণের সময় কৃষকেরা না বুঝেই কীটনাশক প্রয়োগ করে। ফলে ধানের পরাগায়ণ বিঘ্নিত হয়েছে। ফলে আমনখেতে অনেক শিষ চিটা (ব্লাস্ট) বা মরা শিষ বের হয়েছে।

বুলবুল আহম্মেদ আরও বলেন, কৃষকেরা না বুঝেই খেতে নিম্নমানের কীটনাশক প্রয়োগ করেছেন। শিষমরা রোগের ও স্বর্ণা জাতের ধান মাটিতে লুটিয়ে পড়ার ফলে এ বছর আমন ফলনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত